Sunday, August 24, 2025

রেস্তরাঁর টেবিলে টয়ট্রেন ! কোভিড পরবর্তীতে নয়া চমক

Date:

Share post:

কথায় আছে রসনায় পূর্ণ হয় অর্ধেক বাসনা। সারাদিনের লড়াই শুধুই তো দুমুঠো খাবারের জন্য। এবার সেই খাবার পরিবেশনে যদি থাকে চমক (Surprise) আর অভিনবত্ব তাহলে পেটের পাশাপাশি মনও বেশ ভালো থাকে। ঠিক এই ভাবনা থেকেই ‘ট্রেনিয়ান এক্সপ্রেস’(Trainian Express)। না ট্রেন নয় তবে ভোজনরসিকদের বড্ড প্রিয় ডেস্টিনেশন (Destination) বটে। সুরাটের (Surat) এই রেস্তরাঁয় (Restaurant) খাবার আসে টয় ট্রেনে(Toy Train), ভাবা যায়!

সুরাটের এই অভিনব রেস্তরাঁর নাম ‘ট্রেনিয়ান এক্সপ্রেস’(Trainian Express)।। নামেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে রেলগাড়ির সাথে একটা সম্পর্ক আছে বুঝি এখানকার। তবে সেটা যে কতটা অভিনব তা হয়তো আপনি ধারণাও করতে পারবেন না। এই রেস্তরাঁর বিশেষত্ব এর খাবার পরিবেশনে(New way of serving)। এখানে কোনও ওয়েটার খাবার পরিবেশন করে না। প্রতিটি টেবিলে একটি নির্দিষ্ট স্টেশনের নাম লেখা রয়েছে। সেই স্টেশনে ট্রেন এসে থামে আর টেবিলের মানুষজন তাঁদের পছন্দের অর্ডার পেয়ে যান। ফের রান্নাঘর (Kitchen)থেকে খাবার বোঝাই টয় ট্রেনটি। করোনা পরবর্তী পরিস্থিতিতে রেস্তরাঁয় মানুষের ভিড় বাড়াতে এই অভিনব উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট রেস্তরাঁটি। পাশাপাশি শারীরিক দূরত্বও বজায় রাখা যায় স্বাস্থ্যবিধিকে (Covid guideline)মান্যতা দিয়ে।

‘ট্রেনিয়ান এক্সপ্রেস’ (Trainian Express) বেশ সাড়া ফেলেছে ইতিমধ্যেই। এখানে রান্নাঘর থেকে প্রতিটি টেবিলে অবিকল রেললাইনের মতোই ট্র্যাক পাতা আছে। সবুজ ঘাসের মধ্যে দিয়ে এই রেললাইনের মাধ্যমে রান্নাঘরের সঙ্গে সংযোগ থাকে টেবিলগুলির। রেললাইনের পাশে নুড়ি পাথরও ছড়িয়ে রাখা হয়েছে যা বেশ মানানসই। প্রতিটি টেবিলের নাম সুরাটের বিভিন্ন জায়গার নামে রাখা হয়েছে। আসল ট্রেনের মতোই একটি ইঞ্জিন রয়েছে এই টয় ট্রেনগুলিতেও। একেকটি বগিতে একেক রকম পদ পরিবেশন করা হয়।

বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হেলিনার সফল লক্ষ্যভেদ

ঠিক কেমন লাগছে এই অভিনবত্ব? রেস্তোরাঁয় আসা লোকজন বেশ খুশি।করোনা পরবর্তী কালে এই ব্যবস্থা খুবই উপযোগী বলে মনে করেছেন অধিকাংশ ক্রেতাই। একসাথে লোভনীয় খাবারের টান সাথে আবার মন ভালো করা কিছু স্মৃতি তৈরি করতে এই রেস্তরাঁ পছন্দ অনেকেরই।

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...