Hardik Pandya: ম‍্যাচ হারলেও হায়দারাবাদের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়েন হার্দিক

হায়দরাবাদের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও, দলের খেলা নিয়ে চিন্তিত নন হার্দিক।

সোমবার আইপিএলে (IPL) সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন গুজরাত টাইটান্স (Gujrat Titans) অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে অর্ধশতরানে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংস সাজাতে ম‍্যাচে ছয়ও মারেন গুজরাত অধিনায়ক। আর এখানেই অনন্য নজির গড়েন হার্দিক। এই ম্যাচেই আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম একশো ছয় মারার মাইল ফলক স্পর্শ করেন গুজরাত অধিনায়ক। দ্রুততম একশোটি ছয় মারার ক্ষেত্রে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হলেন তিনি। আইপিএলে একশোটি ছয় মারতে হার্দিক খেলেছেন ১০৪৬টি বল।

এদিকে হায়দরাবাদের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও, দলের খেলা নিয়ে চিন্তিত নন হার্দিক। হায়দরাবাদ ম‍্যাচ নিয়ে তিনি বলেন,” আমরা ১০ রান কম করেছিলাম। সেটাই তফাত করে দিল। আমাদের বোলাররাও ভাল বল করেছে। কিন্তু দু’ওভারে খেলা ঘুরে গেল। আইপিএলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। প্রতিটা খেলা টান টান হয়। কোনও ম্যাচ আমরা জিতব। কোনও ম্যাচ হারব। খেলায় তো হার-জিত আছেই।”

আরও পড়ুন:চ‍্যাহেল ঘটনায় নতুন মোড়, ফ্র্যাঙ্কলিনকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে ডারহাম কাউন্টি ক্লাব

Previous articleরেস্তরাঁর টেবিলে টয়ট্রেন ! কোভিড পরবর্তীতে নয়া চমক
Next articleএবার থেকে কি ভারত রাশিয়ার থেকে তেল কিনবে না?