Thursday, August 21, 2025

ভারতে কোভিড-মৃত্যু পরিসংখ্যান নিয়ে হু-রিপোর্টের বিরোধিতা কেন্দ্রের

Date:

Share post:

নবনীতা মন্ডল, নয়াদিল্লি:

কেন্দ্রীয় সরকারের দেওয়া হিসেবের থেকেও আটগুণ বেশি মানুষ কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছে ভারতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার(who)  রিপোর্ট উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র “দ্য নিউ ইয়র্ক টাইমস”। সেখানেই এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নিউইয়র্ক টাইমসের এই রিপোর্ট নাকচ করে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র গণনা পদ্ধতির গাফিলতির কারণেই এই রিপোর্ট এসেছে। এদিকে, টাইমস-এ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরই, কেন্দ্রীয় সরকারের পেশ করা ভুয়ো রিপোর্টকে নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরাও।

‘দ্য নিউ ইয়র্ক টাইমসে’ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতে কোভিডে আক্রান্ত হয়ে অন্তত ৪০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। অথচ সরকারি হিসেবে যা পাঁচ লক্ষ। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পেশ করা, পরিসংখ্যানের থেকে যা প্রায় ৮ গুণ বেশি। এই পরিসংখ্যান সামনে আসতেই, বিরোধীদের তোপের নিশানায় মোদি সরকার। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার এদিন টুইট করে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তিনি লিখেছেন, ” বিশ্বের সবচেয়ে বড় মিথ্যাবাদী ভারত সরকার ফাঁস হয়ে গিয়েছে।” এদিকে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে লেখা হয়, ” ভারতের আপত্তির কারণেই কয়েক মাস ধরে বিলম্বিত হয়েছে এই রিপোর্ট। ভারতে কতজন নাগরিক মারা গিয়েছে সেই সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে এই রিপোর্ট এবং তাই এটিকে প্রকাশ হতে না দেওয়ার চেষ্টা করেছে ভারত।’ আর এর পরই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন যে ‘ভারতের মৌলিক আপত্তি এই ফলাফল নিয়ে নয় বরং এই পরিসংখ্যান পেতে যে পদ্ধতি গ্রহণ করা হয়েছিল, সেটা নিয়ে সমস্যা ছিল ভারতের।” এদিকে এই পরিসংখ্যান এর পরই কংগ্রেস নেতা রাহুল গান্ধীও কাঠগড়ায় তুলেছেন মোদি সরকারকে।হিন্দিতে টুইট করে, তিনি লিখেছেন,” মোদিজি সত্য বলেন না, অন্যকেও বলতে দেন না। তিনি এখনও মিথ্যা বলছেন যে অক্সিজেনের ঘাটতির কারণে কেউ মারা যাননি। আমি আগেও বলেছিলাম কোভিডের সময় সরকারের অবহেলার কারণে পাঁচ লক্ষ নয়, ৪০ লক্ষ ভারতীয় মারা গিয়েছেন,”
এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার দেশ জুড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ১১৫০, যা শনিবারের তুলনায় কিছুটা বেশি। বর্তমানে সারা দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১১,৫৫৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৯২ জন। অন্যদিকে শনিবারের তুলনায় দিল্লিতে দৈনিক সক্রিয় করোনা আক্রান্তের হার বেড়ে হল ৩.৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের।এর মধ্যে দিল্লিতে মৃত্যু হয়েছে ২ জনের।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...