Wednesday, May 14, 2025

বালিগঞ্জে উগ্র সাম্প্রদায়িকতার বিকৃত প্রচারেও হার বিরোধীদের: কুণাল ঘোষ

Date:

Share post:

গতকাল রাজ্যের (West Bengal) দুই কেন্দ্রে উপনির্বাচনের (By Poll) ফল প্রকাশ হয়েছে। সেখানে আসানসোল, বালিগঞ্জ দুই কেন্দ্রেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের হার প্রসঙ্গে এদিন কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বালিগঞ্জে উগ্র সাম্প্রদায়িকতার বিকৃত প্রচারেও হার বিরোধীদের।

রবিবার একটি ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “সমস্যা এই যে তৃণমূলের প্রার্থীকে কেন্দ্র করে বিজেপি, সিপিএম, কংগ্রেস– উগ্র সাম্প্রদায়িকতার একটা কুৎসিত, বিকৃত প্রচার করে কিছুদিনের জন্য সাময়িকভাবে কিছু অংশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কিছু অংশের মানুষ তাঁরা পুরদস্তুর তৃণমূল কংগ্রেসের সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু তৃণমূলের প্রার্থীকে লক্ষ্য করে যেভাবে গোয়েবেলসিও কায়দায় উগ্র সাম্প্রদায়িকতার কুৎসিত প্রচার সিপিআইএম করেছে তাতে সামান্য কোথাও ভোট বৃদ্ধি দেখা যাচ্ছে। তাতে এই নয় যে সিপিএম যেন জেগে উঠছে।”

আরও পড়ুন-মমতার দাবি মেনে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রের বিরোধী নেতারা, উদ্যোগ শিবসেনার

এদিন সিপিএমকে খোঁচা দিয়ে কুণাল বলেন,”ভাগ্য ভালো দু-একটা ওয়ার্ডে এখনও শপথ নিতে চলে যায় কাউন্সিলর হিসেবে। পরের ভোটেও দেখা যাবে সিপিএম যেখানে ছিল সেই তলানিতেই আছে। বিধানসভায় শূন্য, আসানসোলে ভরাডুবি।” কুণাল আরও বলেন, “সিপিআইএম মূলত উগ্র, কুৎসিত, সাম্প্রদায়িক প্রচার করে কিছু মানুষকে এই ভোটটার জন্য তারা বিভ্রান্ত করেছেন। তারা সুস্থ চেতনা সম্পন্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। ফলে কোথায় তারা কী করেছেন দলের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন। সিপিআইএমের এখানে আসার কোনও কারণ নেই। পরের ভোটে দেখা যাবে পুনর্মুষিক ভব।”

উপনির্বাচনে বিজেপির গো-হারা হারের পর কুণাল টুইট করে লিখেছেন,”জেতা আসানসোল তিন লাখে হার।
বালিগঞ্জে জামানত জব্দ হয়ে তৃতীয়।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, মিডিয়ার সমর্থন, বিজেপির বড় বড় কথা সবই তো ছিল।
কই, রাজ্যপালের টুইট কই?
কই, শুভেন্দুর ডায়লগবাজি কই?
কই, মালব্যর প্রলাপ কই?
তৎকাল বিজেপির শোকসভা চলছে নাকি? নীরবতা পালন?”



spot_img

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...