Sunday, November 16, 2025

বালিগঞ্জে উগ্র সাম্প্রদায়িকতার বিকৃত প্রচারেও হার বিরোধীদের: কুণাল ঘোষ

Date:

Share post:

গতকাল রাজ্যের (West Bengal) দুই কেন্দ্রে উপনির্বাচনের (By Poll) ফল প্রকাশ হয়েছে। সেখানে আসানসোল, বালিগঞ্জ দুই কেন্দ্রেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের হার প্রসঙ্গে এদিন কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বালিগঞ্জে উগ্র সাম্প্রদায়িকতার বিকৃত প্রচারেও হার বিরোধীদের।

রবিবার একটি ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “সমস্যা এই যে তৃণমূলের প্রার্থীকে কেন্দ্র করে বিজেপি, সিপিএম, কংগ্রেস– উগ্র সাম্প্রদায়িকতার একটা কুৎসিত, বিকৃত প্রচার করে কিছুদিনের জন্য সাময়িকভাবে কিছু অংশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কিছু অংশের মানুষ তাঁরা পুরদস্তুর তৃণমূল কংগ্রেসের সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু তৃণমূলের প্রার্থীকে লক্ষ্য করে যেভাবে গোয়েবেলসিও কায়দায় উগ্র সাম্প্রদায়িকতার কুৎসিত প্রচার সিপিআইএম করেছে তাতে সামান্য কোথাও ভোট বৃদ্ধি দেখা যাচ্ছে। তাতে এই নয় যে সিপিএম যেন জেগে উঠছে।”

আরও পড়ুন-মমতার দাবি মেনে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রের বিরোধী নেতারা, উদ্যোগ শিবসেনার

এদিন সিপিএমকে খোঁচা দিয়ে কুণাল বলেন,”ভাগ্য ভালো দু-একটা ওয়ার্ডে এখনও শপথ নিতে চলে যায় কাউন্সিলর হিসেবে। পরের ভোটেও দেখা যাবে সিপিএম যেখানে ছিল সেই তলানিতেই আছে। বিধানসভায় শূন্য, আসানসোলে ভরাডুবি।” কুণাল আরও বলেন, “সিপিআইএম মূলত উগ্র, কুৎসিত, সাম্প্রদায়িক প্রচার করে কিছু মানুষকে এই ভোটটার জন্য তারা বিভ্রান্ত করেছেন। তারা সুস্থ চেতনা সম্পন্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। ফলে কোথায় তারা কী করেছেন দলের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন। সিপিআইএমের এখানে আসার কোনও কারণ নেই। পরের ভোটে দেখা যাবে পুনর্মুষিক ভব।”

উপনির্বাচনে বিজেপির গো-হারা হারের পর কুণাল টুইট করে লিখেছেন,”জেতা আসানসোল তিন লাখে হার।
বালিগঞ্জে জামানত জব্দ হয়ে তৃতীয়।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, মিডিয়ার সমর্থন, বিজেপির বড় বড় কথা সবই তো ছিল।
কই, রাজ্যপালের টুইট কই?
কই, শুভেন্দুর ডায়লগবাজি কই?
কই, মালব্যর প্রলাপ কই?
তৎকাল বিজেপির শোকসভা চলছে নাকি? নীরবতা পালন?”



spot_img

Related articles

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...