Monday, August 25, 2025

সোনিয়ার সঙ্গে ফের বৈঠক, ২৪-এর যুদ্ধের রণকৌশল সাজাচ্ছেন পিকে!

Date:

Share post:

একের পর এক বৈঠক। মাত্র ৩ দিনে এই নিয়ে দু’বার সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) বাসভবনে বৈঠক করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor)। যদিও লাগাতার বৈঠকেও স্পষ্ট হলো না কংগ্রেস পিকের রসায়ণ। পেশাদার ভোট কুশলী হয়েই কংগ্রেসকে(Congress) সহায়তা করবেন প্রশান্ত কিশোর নাকি সরাসরি কংগ্রেসে যোগদান করবেন সে নিয়ে রয়েই গেল ধোঁয়াশা।

গত সোমবার সোনিয়া গান্ধীর বাসভবনে রাহুল, প্রিয়াঙ্কা, চিদাম্বরম, বেণুগোপাল, সুরজেওয়ালা, জয়রাম রমেশদের প্রায় চার ঘণ্টার এক প্রেজেন্টেশন দেন পিকে। যেখানে ২০২৪-এর লোকসভা নির্বাচনে রাজ্যভিত্তিক কী কী সমীকরণ হওয়া উচিত, তা উপস্থাপন করেন তিনি। সূত্রের খবর, এরপর মঙ্গলবার কংগ্রেস হাইকমান্ডকে একাধিক প্রস্তাব দেন প্রশান্ত। সেখানে বঙ্গে কংগ্রেসের সংগঠন মজবুত করতে এবং বিজেপিকে হারাতে সিপিএমের পরিবর্তে তৃণমূলের সঙ্গে চলার পরামর্শ দেন। জানা গিয়েছে পিকে এহেন পরামর্শে সহমত পোষণ করেছেন রাহুল। যদি একের পর এক বৈঠকে কংগ্রেসের সঙ্গে সমীকরণ কি হতে চলেছে তা নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। এবং বৈঠক শেষে পিছনের দরজা দিয়ে সংবাদমাধ্যমকে এড়িয়ে চলে যান প্রশান্ত কিশোর।

এর পাশাপাশি কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দলের সাংগঠনিক ক্ষেত্রে এদিন ব্যাপক রদবদল এর কথা বলেন প্রশান্ত কিশোর। যত দ্রুত সম্ভব সভাপতি নিয়োগের প্রস্তাবও দেওয়া হয়। সেইসঙ্গে দলের যোগাযোগ বিভাগের খোলনলচে বদলের প্রস্তাব করেন তিনি। এছাড়াও সোশাল মিডিয়ার মাধ্যমে নিজেদের বার্তা ও কর্মসূচির প্রচার এবং সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্ক স্থাপনের কৌশলের বিষয়ও জানান তিনি।

আরও পড়ুন- মাইকের শব্দ যেন বাইরে না আসে, সাম্প্রদায়িক অশান্তি রুখতে নয়া নিদান যোগীর

spot_img

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...