Saturday, August 23, 2025

Covid Update: চোখ রাঙাচ্ছে করোনা, শিয়রে কী চতুর্থ ঢেউ?

Date:

Share post:

ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ। বৃহস্পতিবারও বাড়তে থাকা কোভিড গ্রাফের ধারা অক্ষুণ্ণ থাওকল। তবে কী চতুর্থ ঢেউয়ের অশনি সঙ্কেত? উদ্বেগ বাড়ছে কেন্দ্রের। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে  আক্রান্ত হয়েছেন ২৩৮০ অর্থাৎ প্রায় ২৪০০। সংক্রমণে লাগাম পরাতে দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরলে এবার জরিমানা আদায় শুরু প্রশাসনের।

আরও পড়ুন:জাহাঙ্গিরপুরীতে যাচ্ছেন মহিলা সাংসদদের নিয়ে তৈরি তৃণমূলের প্রতিনিধি দল

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার দেশে দৈনিক সংক্রমণ দু’হাজারের বেশি ছিল। বৃহস্পতিবার তা শতকরা ১৫ শতাংশ বেড়েছে। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৬ জনের। দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে।


দেশের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের জেরে চিন্তা বেড়েছে কেন্দ্রের। ইতিমধ্যেই সংক্রমণের রাশ টানতে পাঁচ রাজ্যে কড়া সতর্কতা অবলম্বন করতে বলে চিঠি পাঠানো হয়েছে। দেশের মধ্যে করোনা সবচেয়ে বেশি উদ্বেগ বাড়িয়েছে রাজধানী দিল্লিতে।এই মুহূর্তে দিল্লিতে করোনা পজিটিভিটি রেট ৫.৭০ শতাংশ। যা নিয়ে বুধবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের কর্তারা। এরপরই মাস্ক পরা সমেত বহু বিধিনিষেধের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশেও প্রায় একই পরিস্থিতি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বাস্থ্যমহলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, করোনা দেশ থেকে পুরোপুরিভাবে হটাতে দেশজুড়ে টিকাকরণ কর্মসূচি চলছে। তা সত্ত্বেও চতুর্থ ঢেউয়ের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকমহল।

spot_img

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...