Wednesday, December 3, 2025

এবারের BGBS-এ ৩৪২৩৭৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, ৪০ লক্ষ কর্মসংস্থান: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

BGBS-এর দুদিনে রাজ্যে বিপুল পরিমাণে বিনিয়োগের প্রস্তাব এসেছে। শেষ দিনের সম্মেলনে শিল্পপতি ও বাণিকসভাগুলিকে ধন্যবাদ জানিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, এই বছর BGBS-এ ৩৪২৩৭৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। শুধু এই সম্মেলন থেকেই ৪০ লক্ষ নতুন কর্মসংস্থান হতে চলেছে রাজ্যে। মুখ্যমন্ত্রী জানান, BGBS-এ ১৩৭ টি মউ স্বাক্ষর হয়েছে। স্বাস্থ্য ও পর্যটনক্ষেত্রে প্রচুর বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী।

২০-২১ এপ্রিল বিশ্ব বাংলা কনভেশন হলে হয় BGBS। এতে দেশ-বিদেশের শিল্পপতি, শিল্পগোষ্ঠী, প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ফলে বিনিয়োগের প্রস্তাবও এসেছে প্রায় সাড়ে ৩লক্ষ কোটি টাকার। মুখ্যমন্ত্রী বলেন, গত ৫ BGBS-এ ১২ লক্ষ কোটি টাকার প্রস্তাব এসেছে। এবার বিনিয়োগের প্রস্তাব সর্বোচ্চ। মমতা বলেন, করোনাকালেও রাজ্যে অর্থনৈতিক উন্নতি হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, দুর্যোগ আসবে, কিন্তু উন্নয়ন আটকে থাকবে না। এই সাফল্যের কৃতিত্ব রাজ্যের MSME-গুলিকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। রাজ্যে ১ কোটি ৩৬ লক্ষ মানুষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যুক্ত।

শিল্প ক্ষেত্রে গতি বাড়াতে বাগডোগরা ও আন্ডালে আন্তর্জাতিক বিমানবন্দর হবে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নে মুখ্যসচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়েছে।

 

spot_img

Related articles

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...

জঘন্য বোলিং- হতশ্রী ফিল্ডিংয়ের যুগলবন্দিতে ম্যাচ হারল ভারত, ঐতিহাসিক জয় বাভুমাদের

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না ক্লাব স্তরের খেলা ভারতীয় বোলিং (Indian Bowling) দেখে তা বোঝা দায়। এই বোলারদের নিয়ে...

SIR প্রক্রিয়া চলাকালীন ‘হেল্প ক্যাম্প’: কীভাবে সাহায্য পাবেন, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর প্রক্রিয়ার কারণে রাজ্যে প্রাণ গিয়েছে ৩৯ জন মানুষের। এখনও ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।...