সন্তোষ ট্রফির (Santosh Trophy) তৃতীয় ম্যাচে দুরন্ত জয় পেল বাংলা (Bengal)। শুক্রবার মেঘালয়কে ৪-৩ গোলে হারাল রঞ্জন ভট্টাচার্য্যের দল। বাংলার হয়ে জোড়া গোল ফারদিন আলি মোল্লা এবং মহিতোষ রায়।

ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় বাংলা। যার ফলে ২১ মিনিটে দুরন্ত ভলিতে গোল করে বাংলাকে এগিয়ে দেয় ফারদিন আলি মোল্লা। কিন্তু এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলা। ম্যাচের ৩৯ মিনিটে বাংলার ডিফেন্সিভ ভুলের সুযোগ নিয়ে মেঘালয়ের হয়ে গোল করেন সাংতি জনাই। এরপর ৪২ মিনিটে পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ফারদিন। যার ফলে প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ২-১।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে আবারও সমতায় ফিরে আসে মেঘালয়। সান্তো ট্রাইয়াং গোল করে দেন। কিন্তু তার কিছু মুহুর্ত পরেই দুরন্ত শটে গোল করে বাংলাকে ৩-২ এগিয়ে দেন মহিতোষ রায়। কিন্তু ৬৪ মিনিটে ডানদিকের ক্রসে গোল করে আসেন শানো। শেষে ৭২ মিনিটে মহিতোষের গোলে ৪-৩ এগিয়ে যায় বাংলা।
