এবার মাওবাদীরা খেলবে তৃণমূল নেতাদের সঙ্গে: মাও পোস্টারে ঝাড়্গ্রামে চাঞ্চল্য

জঙ্গলমহলে মাওবাদীরা(Naxal) যে ফের সক্রিয় হয়ে উঠছে সে খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার ঝাড়গ্রামে(Jhargram) পড়ল মাও পোস্টার। যেখানে মাওবাদীদের তরফে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে, “এতদিন তৃণমূল(TMC) খেলেছে জনগনের সঙ্গে এবার মাওবাদীরা খেলবে তৃণমূল নেতাদের সঙ্গে।” মাওবাদীদের এহেন পোস্টারে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় মাওবাদীদের পোস্টার নজরে এসেছে। যার বেশিরভাগই ছিল হুমকি পোস্টার। এরপর এদিনের পোস্টারে হুমকির পাশাপাশি আদিবাসীদের অবিলম্বে পাট্টার ব্যবস্থা করার দাবি তোলা হয় ওই পোস্টারে। বৃহস্পতিবার সকালের ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপার জানান, পোস্টার দেওয়ার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মাওবাদীদের তরফে নাশকতার আশঙ্কায় গোটা জঙ্গলমহল জুড়ে ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বুধবার সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার জানান, জঙ্গলমহলে নজরদারি বাড়ানো হয়েছে এবং নাকা তল্লাশি জারি রয়েছে। তারই মাঝে এই পোস্টার স্বাভাবিকভাবেই উদবেগের। যদিও ইতিমধ্যেই এই সমস্ত পোস্টার সরিয়ে নেওয়া হয়েছে পুলিশের তরফে।