Sunday, August 24, 2025

প্রয়াগরাজে নৃশংস হত্যাকাণ্ড: দিশাহারা পরিবারের চোখেরজল মোছাল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

Date:

Share post:

প্রয়াগরাজে নৃশংস খুনের ঘটনায় নিহতদের পরিবারের পাশে তৃণমূলের (TMC) ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। দলে রয়েছেন সাংসদ দোলা সেন (Dola Sen), মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur), সাকেত গোখেল, জ্যোৎস্না মান্ডি ও ললিতেশ ত্রিপাঠি। যোগী রাজ্যের এক সপ্তাহে দুটি ঘটনায় পাঁচ শিশু সহ খুন ১০ জন। গত শুক্রবার রাতে ফের উত্তরপ্রদেশে একই পরিবারের মহিলাদের ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়। পরে এক শিশুসহ এই পরিবারের পাঁচজনকে‌‌ পুড়িয়ে দেওয়া হয়। খুনের পর জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িও। রবিবার খোয়াজপুরে গিয়েছেন তৃণমূল প্রতিনিধি দল। তাঁদের কাছে পরিবারের সদস্যরা অভিযোগ করেছে, উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ (Police) ধর্ষণের অভিযোগ নিতে চায়নি।

পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দোলা সেনরা। তাঁদের কাছে পরিবারের লোকেরা সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। এটাই একটা ঘটনা নয়, স্থানীয়রা তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে জানিয়েছে গত দুমাসে গঙ্গার পাড়ে এমন অনেক লোককে পুড়িয়ে মারা হয়েছে।

 

শনিবার সকালে প্রয়োগরাজের খোয়াজপুর গ্রামের বাড়িতেই পাওয়া গিয়েছে ৫ জনের মৃতদেহ। মৃতদের মধ্যে রয়েছেন রামকুমার যাদব (৫৫), তাঁর স্ত্রী কুসুম দেবী (৫২), মেয়ে মনীষা (২৫), পুত্রবধূ সবিতা (২৭), এবং নাতনি মীনাক্ষী (২)। আর এক নাতনি সাক্ষী (৫) বেঁচে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। যাদবের ছেলে সুনীল (৩০) তিনি খুনের ঘটনার সময় বাড়িতে ছিলেন না। সিনিয়র পুলিশ আধিকারিক অজয় কুমার জানিয়েছেন, মৃতদেহের গায়ে আঘাতের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে পাঁচ জনেরই মাথায় আঘাত করা হয়েছে। তারপর মৃতদেহগুলি পোড়ানো হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে গোটা বাড়ি।

দোলা সেন বলেন, যারা আইনশৃঙ্খলা নিয়ে এতো কথা বলে, তাদের রাজ্যেই যে আইনের শাসন নেই এই ঘটনাই তার প্রমাণ। এখন যোগীরাজ্যে ৩৫৬ করার কথা বলবেন না? প্রশ্ন তোলেন দোলা।

নিহতদের পরিবারের তরফে অভিযোগ করা হয়, ঘটনার পর থেকে গেরুয়া শিবিরের কোনও নেতৃত্ব তাঁদের কাছে যাননি। তৃণমূলের প্রতিনিধিদের পাশে পেয়ে কেঁদে আকুল হন আক্রান্তরা। তাঁদের চোখের জল মুছিয়ে দেন দোলা সেন, মমতাবালারা। প্রয়াগরাজের নৃশংসতার ঘটনার কথা স্বরাষ্ট্রমন্ত্রক থেকে শুরু করে মানবাধিকার কমিশন, মহিলা কমিশন জানানো হবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দোলা সেন। তিনি বলেন, পুরো ঘটনা তৃণমূল নেত্রীকে তাঁরা জানাবেন। এদিনই কলকাতায় ফিরছেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। ফিরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে‌ (Mamata Banerjee) রিপোর্ট দেবেন তাঁরা।

 

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-ক পারফরম্যামন্স নিয়ে গর্বিত অভিষেক, দিলের শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...