Friday, January 16, 2026

সামাজিক সুরক্ষা প্রকল্পে অর্থ নেই, সামরিক খাতে খরচ বাড়াচ্ছে মোদি সরকার! রিপোর্ট প্রকাশ্যে

Date:

Share post:

সামাজিক সুরক্ষা খাতে অর্থ নেই। অথচ সামরিক খাতে ব্যয় বাড়িয়ে চলেছে মোদি সরকার (Modi Government)। সোমবার, সুইডেনে (Swidden) এক গবেষণা কেন্দ্র স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি সমীক্ষার রিপোর্ট পেশ করা হয়েছে। আর সেই রিপোর্ট অনুযায়ী, ২০২১-এ সামরিক খাতে সর্বোচ্চ ব্যয় করেছে আমেরিকা। দ্বিতীয়স্থানে আছে চিন। তৃতীয় স্থানেই ভারত (India)। সমীক্ষায় জানানো হয়েছে, গত বছরে সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে বিশ্বের সামরিক খাতে ব্যয়। শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ২১ হাজার ১৩০ কোটি ডলারে পৌঁছেছে সামরিখ খাতে ব্যয়। এর মধ্যে তালিকার শীর্ষ স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা (America), চিন (China), ভারত, ব্রিটেন ও রাশিয়া। এই পাঁচটি দেশ মিলে বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৬২ শতাংশ খরচ করেছে।

গবেষক ড. ডিয়েগো লোপেস দা সিলভার মতে, করোনার কারণে কারণে অর্থনৈতিক পতনের মধ্যেও বিশ্বের সামরিক ব্যয় রেকর্ড মাত্রায় পৌঁছেছে। তথ্য অনুযায়ী, সামরিক অস্ত্র ভাণ্ডারের আধুনিকীকরণের জন্যই এই ব্যয় বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে স্বয়ংক্রিয় অস্ত্র কেনার ক্ষেত্রেও খরচ করা হয়েছে বলে সূত্রের খবর।

কিন্তু প্রশ্ন উঠছে, যে সামজিক সুরক্ষা প্রকল্প টাকা নেই বলে জানাচ্ছে মোদি সরকার সেখানে প্রথম বিশ্বের দেশগুলির সঙ্গে পাল্লা দিয়ে ভারতের সামরিক খাতে ব্যয়ের যৌক্তিকতা কী? ব্রিটেন, রাশিয়াকেও এক্ষেত্রে পিছনে ফেলে দিয়েছে ভারত। অথচ বিনামূল্যে কোভিডকাল রেশন দিলেও, গত বছরের শেষের দিকেই তা বন্ধ করে দেওয়া হয়। বাংলা-সহ বেশি কয়েকটি রাজ্যের পাওনা বকেয়া। অথচ আমেরিকা, চিনের সঙ্গে পাল্লা দিয়ে সামরিক খাতে ব্যয় বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার।




spot_img

Related articles

আর শুধু ট্রানজিট পয়েন্ট নয়, মহাকাল মন্দির ঘিরে উন্নয়ন শিলিগুড়ির: শিলান্যাসে দাবি মুখ্যমন্ত্রীর

কথা দিলে কথা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের পরিষেবা থেকে বিনোদনে বারবার তা প্রমাণিত। পর্যটন ও মানুষের ধর্মীয়...

বেলডাঙার পরিযায়ী শ্রমিক খুনে জড়িতদের কড়া শাস্তির দাবি! হেমন্ত সোরেনকে ফোন অভিষেকের

ঝাড়খণ্ডে কাজে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিক খুন। এ নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের(Hemont...

অধিনায়ক রোহিতের পক্ষে সরব, গম্ভীরের দল নির্বাচন নিয়ে ফের প্রশ্ন তুললেন মনোজ

বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ধাক্কা খেতে হয়েছে ভারতীয় দলকে। গৌতম গম্ভীরের দল নির্বাচন নিয়ে প্রশ্ন...

সিপিএম-এর হার্মাদরাই বিজেপির জল্লাদ, শুধু জার্সি বদলেছে: মেদিনীপুরে তীব্র আক্রমণ অভিষেকের, বাঁধলেন টার্গেট

“বোতল নতুন, মদ পুরনো। জার্সি পাল্টেছে। আগে সিপিএমের (CPIM) হার্মাদ ছিল, আজ বিজেপির জল্লাদ।“ শুক্রবার, মেদিনীপুরের সভা থেকে...