Wednesday, November 5, 2025

কোভিডের ধাক্কা সামলাতে লাগবে আরও ১২ বছর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Date:

Share post:

দু-এক বছর নয়, অন্তত ১২ বছর সময় লাগবে কোভিডের ঢেউয়ের ধাক্কায় বেহান হয়ে যাওয়া অর্থনীতি সামলাতে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য জানা গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের মতে করোনা অতিমারির দরুণ অর্থনীতিতে যে বিরাট পরিমাণ ক্ষতির সৃষ্টি হয়েছে তা পুরোপুরি পূরণ হতে ২০৩৪- ৩৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি না তার মাঝখানে ফের আবার করোনা অতিমারি আকারে ফিরে আসে বিশ্বজুড়ে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতে করোনার জেরে কৃষিক্ষেত্রে সরাসরি তেমন প্রভাব না পড়লেও পর্যটন- সহ অন্য বহু ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে। ফলে বহু সংস্থায় কর্মসঙ্কট দেখা দিয়েছে। কাজ হারিয়েছেন বহু মানুষ। বহু মধ্যবিত্ত সংসারে চূড়ান্ত অর্থ সঙ্কট দেখা দিয়েছে । স্বাভাবিকভাবেই এর প্রভাব গিয়ে পড়েছে অর্থনীতিতে। এই ধাক্কা বিশ্ব এখনো কাটিয়ে উঠতে পারেনি। আবার এরই মাঝে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সেই সঙ্কট আরো বাড়িয়ে তুলেছে। বিশ্বজুড়ে পেট্রোপণ্যের দাম লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে। হু হু করে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের । ফলে মধ্যবিত্ত গৃহস্থের নাভিশ্বাস ওঠার জোগাড়।

খুব স্বাভাবিকভাবেই সংসার খরচের খাতে কম টাকা থাকছে। শ্রমিকেরা শহর থেকে গ্রামে ফিরেছেন। বাজারে কেনাকাটা কমেছে। ফলে আর্থিক বৃদ্ধির গতিপথ ক্রমশই নিচের দিকে ঝুঁকে পড়েছে। তবে আরবিআই জানিয়েছে, আপাতত দেশের আর্থিক বৃদ্ধি ৬.৫ থেকে ৮.৫ শতাংশের মধ্যেই থাকবে। যদিও তা নির্ভর করছে অর্থনীতিতে একগুচ্ছ সংস্কারের উপরে।

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...