ময়নাগুড়ি : আইপিএসের পর্যবেক্ষণে তদন্তের নির্দেশ দিল আদালত 

0
3

ময়নাগুড়ির নাবালিকা ধর্ষণকাণ্ডের তদন্ত হবে একজন আইপিএসের পর্যবেক্ষণে। বুধবার কলকাতা হাইকোর্ট এমনই নির্দেশ দিয়েছে । সেইসঙ্গে নির্যাতিতার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশও  দিয়েছে আদালত। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এদিন নির্যাতিতার বাবাকে নিজের চেম্বারে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন । কেন নির্যাতিতার বাবা সুদূর ময়নাগুড়ি থেকে কলকাতায় এসেছেন শুধু একটি কথাই বলতে, সিবিআই চান না , তার কারণ জানতে চান বিচারপতি।

 

আদালত সূত্রে জানা গিয়েছে বিচারপতি এদিন বেশ কিছুক্ষণ কথা বলেন ময়নাগুড়ির নির্যাতিতার বাবার সঙ্গে । তার জবানবন্দি রেকর্ড করে পেনড্রাইভে করে আদালতে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে নির্যাতিতার বাবা সিবিআই তদন্ত চান না । রাজ্য পুলিশেই আস্থা রেখেছেন । তবে তিনি স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালীর নাম করেছেন। কিন্তু বিচারের এবং তদন্তের নিরপেক্ষতার প্রশ্নে এখনই কারোর নাম প্রকাশ করা হবে না বলে জানা গিয়েছে।