গো হত্যাকারী সন্দেহে ২ আদিবাসীকে পিটিয়ে খুন মধ্যপ্রদেশে, সরব তৃণমূল

গো হত্যাকারী সন্দেহে দুই আদিবাসীকে পিটিয়ে খুন করা হল বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে(Madhya Pradesh)। চুড়ান্ত অমানবিক এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সেওনি জেলায়। এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছে তৃণমূল(TMC)। পাশাপাশি এহেন নৃশংসতার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে জবলপুর-নাগপুর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান কংগ্রেস(Congress) বিধায়ক অর্জুন সিং কাকোদিয়া(Arjun singh kakodia)।

পুলিশ সূত্রের খবর, এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার জড়িত ২০জন। এদের ১৪জনের বিরুদ্ধে পুলিশ ফৌজদারি আইনে মামলা রুজু করেছে। বাকি ছজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এসকে মারাভি এই জানিয়েছেন, ‘গরু চুরি করে হত্যা করা হয়েছে এই অভিযোগে ২০জন মানুষ তিন আদিবাসী সম্প্রদায়ের ওপর চডা়ও হয়ে তাদের পেটায়। খবর পেয়ে পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়। ঘটনায় একজনের আঘাত গুরুতর। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আপাতত তিনজন ধরা পড়েছে। বাকিরাও ধরা পড়বে। মৃত দুই আদিবাসীর বাড়ি থেকে মাংস উদ্ধার হয়েছে। পরীক্ষার জন্য তা পাঠানো হয়েছে।’

আরও পড়ুন:গোয়ায় তৃণমূল পর্যবেক্ষকের দায়িত্বে এবার কীর্তি আজাদ

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও এই ঘটনার নিন্দায় সরব হয়েছে। তৃণমূলের তরফে টুইট করে লেখা হয়েছে, ‘আদিবাসী ও দলিতদের উপর অত্যাচার ক্রমাগত চরমে পৌঁছেছে! মোদীজির নজরে মানুষের জীবনের মূল্য কমে গেছে। এই সরকার কত নিচে নামবে? বিচার হবে কি? এটা কোল্ড ব্লাডেড মার্ডার, মি.নরেন্দ্রমোদি।’

Previous articleময়নাগুড়ি : আইপিএসের পর্যবেক্ষণে তদন্তের নির্দেশ দিল আদালত 
Next articleএকই চাঁদে দুই পার্বণ মিষ্টি সম্পর্কে মিষ্টিমুখ