Monday, August 25, 2025

গো-হারের বর্ষপূর্তির মধ্যেই রাজ্যে “শাহি সফর”! একনজরে দেখুন সম্ভাব্য সফরসূচি

Date:

Share post:

রাত পোহলেই বৃহস্পতিবার সকালেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। যদিও তাঁর পূর্নাঙ্গ সফরসূচি ঘিরে বিস্তর ধোঁয়াশা তৈরি হয়েছে। বিজেপির রাজ্য নেতারাও বিভ্রান্ত। গতবছর বিধানসভা ভোটের প্রচার করতে একসময় এ রাজ্যে কার্যত ডেইলি প্যাসেঞ্জার ছিলেন অমিত শাহ। তবে একুশের বিধানসভা ভোটে গোহারের পর আর বঙ্গমুখী হননি। অনেক টানাপোড়েনের পর ফের বাংলায় আসছেন তিনি। তাও আবার রাজ্য বিজেপির মুষল পর্বে। তবে তাঁর সফরের সিংহভাগজুড়েই সরকারি কর্মসূচি বলে জানা যাচ্ছে।

এখনও পর্যন্ত প্রকাশিত হওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পূর্ণাঙ্গ সফর সূচি এক নজরে (পরিবর্তন হতে পারে)

০৫.০৫.২০২২ (বৃহস্পতিবার)

-বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে কলকাতার দমদম বিমানবন্দরে পা রাখবেন অমিত শাহ।

– বিমানবন্দর থেকে বিএসএফের হেলিকপ্টারে যাবেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে উড়ে যাবেন। সেখানে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

– এরপর দুপুরে নদিয়ার কল্যাণীতে বিএসএফের আরেকটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সেখানে একটি মিউজিয়ামের উদ্বোধন করতে পারেন অমিত শাহ।

– কল্যাণী থেকে কলকাতায় ফিরে তাঁর পরের গন্তব্য উত্তরবঙ্গের শিলিগুড়ি।

-শিলিগুড়ির রেল ময়দানে জনসভা।

-শিলিগুড়িতে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জনজাতি গোষ্ঠীর সঙ্গে বৈঠক।

-রাতে উত্তরবঙ্গেই থাকবেন তিনি।

০৬.০৫.২০২২ (শুক্রবার)

-শুক্রবার অমিত শাহের গন্তব্য শিলিগুড়ি থেকে কোচবিহার।

-তিনবিঘা করিডরে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী

– সেই অনুষ্ঠান সেরে দুপুরেই ফিরবেন কলকাতায়।

-এরপর কলকাতায় দলের রাজ্য নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ।

-সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠান যোগ দেবেন তিনি।

-ডিনার সেরে শুক্রবার রাতেই দিল্লি ফিরে যাবেন অমিত শাহ।

আরও পড়ুন- অমিত শাহের রাজ্য সফরের দিনই মমতার ঠাসা কর্মসূচি, নয়া তৃণমূল ভবনে মেগা বৈঠকও

[9:05 pm, 04/05/2022] Mrityunjoy Lokshman:

spot_img

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...