বিয়ের মরশুমে সোনা (Gold)কিনবেন ভাবছেন? তাহলে আর দেরি নয় আজই চলে যান। কারণ অক্ষয় তৃতীয়ার পর দাম বাড়লেও ফের কমল সোনার দাম।পাশাপাশি রুপোর(Silver)দামেও দেখা গেল আমূল পরিবর্তন। কমে গেল রুপোর দামও ।

গত তিনদিনের সোনা-রুপোর দামের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে দেখা যাবে গতকালের তুলনায় অনেকটা কমেছে সোনা- রুপোর দাম। অক্ষয় তৃতীয়ার পর ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ২০০ টাকা কমে হয়েছিল ৪৭,০০০ টাকা। গতকাল সোনার দাম আবার ৪০০ টাকা বেড়ে যায় এবং দাম গিয়ে দাঁড়ায় ৪৭,৪০০ টাকা। শুক্রবার ফের একবার সোনার দামে পতন দেখা দিল।এদিন ২২ ক্যারেট সোনার ১০গ্রামের দাম হল ৪৭,১০০ টাকা।
এদিকে গতকালের তুলনায় রুপোর দাম কমেছে।গতকাল রুপোর দাম ছিল ৬৩,৮০০ টাকা। আজ ১ কেজি রুপোর বাটের দাম দাড়িয়েছে ৬২,৩০০ টাকা। সেখানে ১০ গ্রাম রুপোর দাম ৬২৩ টাকা।গত দু’দিন দাম বাড়ার পর এদিন রুপোর কমল বেশ খানিকটা। এই মুহূর্তে বিশ্বে সোনার দাম ১ ট্রয় আউন্সের দাম ১,৮৭৫.৬৯ ডলার।

আরও পড়ুন:কাশীপুর : প্রায় ৬ ঘন্টার চেষ্টায় মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাল পুলিশ

