Rjasthan Royals: জয়ে ফিরল রাজস্থান রয়‍্যালস, পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারাল তারা

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেন রাজস্থান রয়‍্যালস। রাজস্থানের হয়ে দুরন্ত ব‍্যাটিং যশস্বী যশওয়াল।

টানা দুই ম‍্যাচে হারের পর আবার জয়ে ফিরল রাজস্থান রয়‍্যালস (Rajasthan Royals)। শনিবার পাঞ্জাব কিংসকে (Punjab Kings)৬ উইকেটে হারাল তারা। এই জয়ের ফলে কার্যত প্লে-অফের রাস্তা পাকা করল সঞ্জু সামসনের দল।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংস অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ করে পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে ৫৬ রান করেন জনি ব্রিস্টো। ৩৮ রান করেন জিতেশ শর্মা। রাজস্থানের হয়ে ৩ রান করেন যুজবেন্দ্র চ‍্যাহাল। একটি করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং রবিচন্দ্রন অশ্বিন।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেন রাজস্থান রয়‍্যালস। রাজস্থানের হয়ে দুরন্ত ব‍্যাটিং যশস্বী যশওয়াল। ৬৮ রান করেন তিনি। ৩০ রান করেন জস বাটলার। ৩১ রান করেন দেবদত্ত পাড্ডিকল। পাঞ্জাবের হয়ে দুই উইকেট নেন অর্শদীপ সিং। একটি করে উইকেট নেন কাগিসো রাবাডা এবং ঋষি ধাওয়ান।

আরও পড়ুন:Hardik Pandya: মুম্বইয়ের বিরুদ্ধে ম‍্যাচ হেরে ব‍েজায় ক্ষুব্ধ হার্দিক