ফের জট শিক্ষক নিয়োগে। নবম-দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার, নিয়োগ সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। নির্দেশ অনুযায়ী, ১৭ জুন অবধি নতুন কোনও নিয়োগ করতে পারবে না রাজ্য। একই সঙ্গে এই মামলায় ২০১৬ সালের SLST উর্ত্তীর্ণদের নম্বর-সহ মেধাতালিকা প্রকাশ করতে বলেছেন বিচারপতি।

নামের পাশে কোনও নম্বর ছাড়াই নবম ও দশমের শিক্ষক নিয়োগের মূল প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়। এই কারণেই অস্বচ্ছতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন চাকরীপ্রার্থী সোমা সিনহা। সেই মামলাতেই এদিন উর্ত্তীর্ণদের নম্বর-সহ মেধাতালিকা প্রকাশ করতে বলেছেন বিচারপতি। নিয়োগ এবং ওয়েটিং মিলিয়ে প্রায় ২০ হাজার নাম ১০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।
