Monday, May 5, 2025

এবার ওয়েব সিরিজে জ্যোতি বসুর জীবনকথা

Date:

Share post:

একটা সময় দাপটের সঙ্গে দু’দশকেরও বেশি সময় রাজ্যপাট চালিয়ে যাওয়া প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Chief Minister Jyoti Basu)  এবার ওয়েব সিরিজে (Web Series)। পরিচালক হিসেবে উঠে আসছে ‘হীরালাল সেন’-এর পরিচালক অরুণ রায়ের নাম। যদিও পরিচালক এই নিয়ে মুখ খোলেন নি এখনও। বিশ্বস্ত সূত্রের খবর পরিচালক অরুণ রায় এর আগে ‘হীরালাল সেন’ বা ‘বিনয়, বাদল, দীনেশ’-এর মতো ছবি করেছেন। এবার তিনি তাঁর ছবির বিষয় নির্বাচন করেছেন বাম আমলের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে। সত্তরের দশকে যাঁর ব্যক্তিজীবন এবং রাজনৈতিক জীবনের বর্ণময়তার কথা কারও অজানা নয়। তবে টলিপাড়ায় এই নিয়ে জোর গুঞ্জন। খুব তাড়াতাড়ি সিরিজের নামও ঘোষণা করে দিতে পারে প্রযোজনা সংস্থা। হয়ত শ্যুটিংও শুরু হয়ে যাবে তারপরেই। রাজনীতিকের ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।অভিনেতার খোঁজে ব্যস্ত পরিচালক। সম্ভবত এ বারও মঞ্চের কোনও নতুন মুখকেই বাম নেতার আদলে তৈরি করতে পারেন তিনি বলে জানা গেছে।
সূত্রের দাবি, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনের পাশাপাশি সিরিজে নাকি সমান্তরাল ভাবে দেখানো হবে তাঁর ব্যক্তিজীবনও।
জ্যোতি বসুকে নিয়ে গৌতম ঘোষের একটি তথ্যচিত্র রয়েছে। কিন্তু তাঁকে নিয়ে সে ভাবে কোনও পূর্ণদৈর্ঘ্যের ছবি কখনও হয়নি। ওয়েব সিরিজ তো নয়ই। বাংলায় এমন কোনও প্রয়াস এই প্রথম। পরিচালক এবং প্রযোজনা সংস্থার প্রয়াস সফল হলে অবশ্যই মনে রাখার মতো হবে এই সিরিজ।

spot_img

Related articles

খুনের হুমকি মহম্মদ সামিকে, এফআইআর ভাইয়ের

খুনের হুমকি এবার মহম্মদ সামিকে(Mohammed Shami)। এক কোটি টাকা চেয়ে মহম্মদ সামিকে(Mohammed Shami) খুনের হুমকি দিয়ে ইমেল। আর...

ভূমিকম্পের পূর্বাভাস মিলবে সংখ্যাতত্ত্বে, গবেষণায় অভূতপূর্ব সাফল্য বাঙালি অধ্যাপকের

জলবায়ু ও আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস মিললেও, ভূমিকম্প(Earthquake) বা অগ্ন্যুৎপাতের আগাম সতর্কবার্তা দেওয়া কার্যত অসম্ভব ছিল বিজ্ঞানীদের কাছে। সেই...

বড়বাজারের অগ্নিকাণ্ডের জের! সমস্ত হোটেল-স্কুলে ফায়ার সেফটি অডিট করার সিদ্ধান্ত রাজ্যের 

বড়বাজারের ঋতুরাজ হোটেলে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যজুড়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। অগ্নিকাণ্ডে ১৪ জনের মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে এবার রাজ্যের...

হিমালয়ের হিমবাহ গলে বাড়ছে সমুদ্রের জলস্তর, বিপদে ভারতও

বিশ্ব উষ্ণায়ন(Global Warming) থেকে রক্ষা নেই হিমালয়ের(Himalaya) সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টেরও(Mount Everest)। এভারেস্টের উচ্চতম হিমবাহ সাউথ কোলও দ্রুত গলছে।...