সাত বছর পরে জামিন পেলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়। মেয়ে শিনা বোরাকে হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণী সাত বছর পরে সুপ্রিম কোর্টে জামিন পেলেন। ২০১৫ সালের অগাস্টে ইন্দ্রাণী মুখোপধ্যায়কে গ্রেফতার করেছিল মহারাষ্ট্রের খার পুলিশ। এই মামলায় আরেক অভিযুক্ত ইন্দ্রাণীর স্বামী পিটার মুখোপাধ্যায় গত বছরই জামিন পেয়েছেন। এ বার জামিন পেলেন ইন্দ্রাণীও। যদিও কন্যা-হত্যার মামলা যেমন চলছিল চলবে। বিচারপতি নাগেশ্বর রাও, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এ এস বোপান্নাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ইন্দ্রাণীর আইনজীবী মুকুল রোহতগি জানিয়েছেন, এই মামলার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই মামলায় এখনও বহুজনের সাক্ষ্য নেওয়া বাকি। মামলাটিতে ইন্দ্রাণীকে দোষী সাব্যস্ত করার মতো প্রমাণ এখনো তদন্তকারীদের হাতে আসেনি। তাই ইন্দ্রাণীকে জামিন দেওয়ার সুপারিশ জানানো হয়েছিল আদালতে। সমস্ত বক্তব্য শোনার পরে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এর পরই ইন্দ্রাণীকে জামিন দেওয়ার সিদ্ধান্তে সম্মতি দেয়।

মিডিয়া টাইকুন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের দ্বিতীয় পক্ষের স্বামী পিটার মুখার্জির ছেলে রাহুলের সঙ্গে কন্যা শিনার লিভ-ইন সম্পর্ক জানাজানি হতেই মায়ের হাতে খুন হতে হয় মেয়েকে । এই মামলায় ২০১৫ সালে গ্রেফতার হয় ইন্দ্রাণী। তারপর থেকে মুম্বইয়ের বাইকুল্লা জেলেই ছিলেন ইন্দ্রাণী।
