Kl Rahul: কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রাহুল

রাহুল ছাড়াও ভারতীয়দের মধ‍্যে এই রেকর্ড রয়েছে বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের।

বুধবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন কে এল রাহুল (K L Rahul)। কেকেআরের বিরুদ্ধে ৬৮ রান করতেই রেকর্ড গড়লেন তিনি। ৬৮ রান করতেই এই নিয়ে টানা পাঁচ আইপিএল মরশুমে ৫০০-র বেশি রান করলেন রাহুল।

রাহুল ছাড়াও ভারতীয়দের মধ‍্যে এই রেকর্ড রয়েছে বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের। কোহলি আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের অধিকারী। ২০১১ সালে কোহলি প্রথমবার ৫০০-র বেশি রান করেন। ২০১৩ সালে করেন ৬৩৪, ২০১৫ সালে তাঁর ব্যাট থেকে আসে ৫০৫ রান। এরপর ২০১৬ সালে তিনি সব রেকর্ড ভেঙে করেন ৯৭৩ রান। এরপর আবার ২০১৮ সালে করেন ৫৩০ রান। ধাওয়ান আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রানশিকারি। তিনি ২০১২, ২০১৬, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে ৫০০-র বেশি রান করেছেন। একমাত্র ডেভিড ওয়ার্নার ছয় মরশুমে ৫০০-র বেশি রানের মুখ দেখেছেন।

আরও পড়ুন:Nikhat Zareen: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় বক্সার নিখাত জারিন

 

 

Previous articleপ্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরোলেন পার্থ
Next articleLSG: আইপিএলে ওপেনিং জুটিতে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন ডি’কক-রাহুল জুটি