Monday, January 12, 2026

‘একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা আবদুল গফফর চৌধুরী প্রয়াত

Date:

Share post:

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ – এই একটা গান আমূল প্রভাব ফেলেছিল স্বদেশী চেতনায়। সেই গানের সৃষ্টিকর্তা আজ সবাইকে ছেড়ে পাড়ি দিলেন না ফেরার দেশে। প্রয়াত আবদুল গফফর চৌধুরী (Abdul Gaffar Chowdhury)। বৃহস্পতিবার ভোর ৬টা ৪০ মিনিটে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন তিনি। সূত্র মারফত জানা যায় বেশ কিছুদিন ধরেই লন্ডনে (London) চিকিৎসাধীন ছিলেন তিনি।

জন্মঃ ১৯৩৪ সাল ১২ ডিসেম্বর, মেহেন্দিগঞ্জের উলানিয়ার চৌধুরী বাড়ির সন্তান আবদুল গফফর চৌধুরী (Abdul Gaffar Chowdhury) শুধুমাত্র একজন গীতিকার ছিলেন না, ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং সাহিত্যিক। অসংখ্য উপন্যাস এবং স্মৃতিকথা লিখেছেন তিনি। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা প্রায় ৩০ এর কাছাকাছি। শুধু বিদ্রোহ নয় পাশাপাশি ছোটদের জন্যও লিখেছেন একাধিক উপন্যাস। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু, প্রথম কাজ ‘দৈনিক ইনসাফ’ পত্রিকায়।

প্রয়াত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী। তিনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার ভোর ৬টা ৪০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে যান। তিনি শুধুমাত্র একজন গীতিকার ছিলেন না, ছিলেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং সাহিত্যিক।১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সপরিবারে কলকাতায় চলে এসেছিলেন। তখনই কলকাতায় বিভিন্ন পত্রিকায় লেখালেখির কাজে যুক্ত হন । ১৯৭৪ সালে পাড়ি দিয়েছিলেন লন্ডনে, জীবনের অনেকটা সময় কাটিয়েছেন প্রবাসে। একুশে পদক , বঙ্গবন্ধু পদক, শেরেবাংলা পদক , বাংলা একাডেমি পদক প্রভৃতি পদকে তাঁকে সম্মানিত করা হয়েছিল। এছাড়াও তিনি ইউনেস্কো পুরস্কারে সম্মানিত হন। ‘পলাশী থেকে বাংলাদেশ’,‘রক্তাক্ত আগস্ট’,‘একজন তাহমিনা’ প্রভৃতি গুরুত্বপূর্ণ নাটক লিখেছেন তিনি। তাঁর প্রয়ানে সাহিত্য মহলে শোকের ছায়া।

spot_img

Related articles

SIR: পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে! কমিশন-সহ সবপক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানিতে সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার তৃণমূল সাংসদ...

জাতীয় যুব দিবস ২০২৬: নেতৃত্ব বিকাশ ও জাতি গঠনে যুব অংশগ্রহণে করতে MY Bharat-NSS

যুব সম্পৃক্ততা বৃহৎ পরিসরে: আমার ভারত (MY Bharat) ও জাতীয় সেবা যোজনা (NSS)-এর মতো প্ল্যাটফর্ম জেলা ও প্রাতিষ্ঠানিক...

স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটে তৃণমূল-বিজেপি, রাজনৈতিক সৌজন্যের ছবি

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে যুবদিবস রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর রাজ্য প্রশাসনের তরফে এই দিনটিকে মহা সমারোহে পালন...

SIR- র শুনানিতে খেলোয়াড়দের হায়রানি অব্যাহত, তলব লক্ষ্মীরতনকে

মহম্মদ শামির পর  SIR- র শুনানিতে এবার ডেকে পাঠানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন...