Sunday, November 16, 2025

‘মাওবাদী’ গুজবে শান্ত ঝাড়গ্রামকে অশান্ত করলে কড়া পদক্ষেপ: সাফ জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

“ঝাড়গ্রামকে শান্ত করেছি। আগামী দিনে কেউ যেন হিংসার খেলা খেলতে সাহায্য করবেন না।“ বুধবারের পরে, বৃহস্পতিবার মাওবাদী প্রসঙ্গ কড়া বার্তা দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। ঝাড়গ্রামে (Jhargram) কর্মিসভায় মমতা বলেন, এখানে মাওবাদী নেই। যদি কেউ আতঙ্ক ছড়াতে গুজব ছড়ায় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্পষ্ট বার্তা দেন মমতা।

এদিন, কর্মিসভায় তিল ধারণের জায়গা ছিল না। তৃণমূল নেত্রীর কথা শুনতে বহু মানুষের ভিড় করেন। সভাস্থলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেখানে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরার পর অতিরিক্ত ডিম উৎপাদনের জন্য ঝাড়গ্রামের স্বসহায়ক দলের সদস্যদের অভিনন্দন জানান। বলেন, চাহিদা আছে। ভাল বাজার আছে। ডিমের উৎপাদন আরো বাড়াতে হবে। তাঁকে যে পাথরের জিনিসপত্র উপহার দেওয়া হয়েছে তার ভাল বাজারমূল্য রয়েছে বলেও জানান তিনি। সাবুই ঘাস থেকে নানা ধরনের ব্যাগ তৈরি হচ্ছে। ঝাড়গ্রামকে শান্ত ঝাড়গ্রাম গড়ে তোলা হয়েছে। আগামী দিন কেউ যেন হিংসার খেলা খেলতে সাহায্য না করেন। যদি কেউ ভয় দেখায়, আর ‘মাওবাদী মাওবাদী’ বলে মিথ্যা কথা প্রচার করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। এখানে মাওবাদী নেই। যাঁরা মাওবাদী ছিলেন তাঁরা এখন কাজ করেন। পুলিশে যোগ দিয়েছেন। প্রায় এক হাজারের ছেলেমেয়েদের হোমগার্ডের চাকরি দিয়েছে রাজ্য। “৩০হাজার যাঁরা মাওবাদী করত। আত্মসমর্পণ করেছে। তাঁদের কথা বলছি। আরো যাঁরা মাওবাদীদের হাতে মারা গেছে তাঁদের ৫৫৬টি পরিবারের সদস্যদের আমরা চাকরি দিয়েছি। গতকালও আমি ৩৫জনের হাতে চাকরির নিয়োগপত্র দিয়েছি।“ এদিন সভায় ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, মানস ভুঁইয়া, শ্রীকান্ত মাহাত, বীরবাহা হাঁসদা, জোৎস্না টুডু, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা, খগেন্দ্রনাথ মাহাত, ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ উমা সরেন প্রমুখ-সহ অন্যান্যরা।




spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...