Friday, August 22, 2025

পল্লবীর কোনও অ্যাকাউন্ট থেকে মোটা টাকা লেনদেন হয়নি, দাবি পুলিশের

Date:

Share post:

টলি অভিনেত্রী পল্লবী দে’র(Pallavi Dey) রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়। পল্লবীর পরিবারের অভিযোগের ভিত্তিতে লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে(Sagnik Chakraborty) গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ(Garfa police station)। সাগ্নিকের বিরুদ্ধে আর্থিক তছরূপ ও খুনের অভিযোগ এনেছিল পল্লবীর পরিবার। এরপর সাগ্নিক চক্রবর্তীকে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত(Alipur Court)।

তবে পোষ্টমর্টেমের পূর্ণাঙ্গ রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত, হত্যা নয়, আত্মহত্যাই করেছেন অভিনেত্রী। এবার লালবাজার সূত্রে খবর, রাজারহাটের ফ্ল্যাট কেনার জন্য পল্লবীর তিনটি অ্যাকাউন্ট থেকে কোনও টাকা লেনদেন হয়নি। অভিনেত্রীর নামে থাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যই খতিয়ে দেখেছেন গড়ফা থানার পুলিশ। সেখানে শেষ ৬ মাসে পল্লবীর কোনও অ্যাকাউন্টেই মোটা টাকা লেনদেনের প্রমাণ মেলেনি। অথচ, পল্লবীর বাবা নীলু দে পুলিশকে জানিয়েছিলেন, পল্লবীর নামে থাকা তিনটি অ্যাকাউন্ট থেকে মোট ৫৭ লক্ষ টাকা নিয়েছে সাগ্নিক। সেই টাকায় রাজারহাটে ফ্ল্যাট কিনেছেন সাগ্নিকের বাবা। কিন্তু ব্যাঙ্কের তথ্য বলছে,

পল্লবীর ওই তিনটি অ্যাকাউন্ট থেকে ফ্ল্যাটের জন্য ৫৭ লক্ষ টাকা ট্রান্সফার করা হয়নি। সেক্ষেত্রে অভিনেত্রীর পরিবার সাগ্নিকের বিরুদ্ধে যে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছে, তা কিন্তু ভিত্তিহীন বলে প্রমাণিত হতে পারে।

বরং, সাগ্নিকের বাবার অ্যাকাউন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, বেসরকারি ঋণদানকারী সংস্থা থেকে ফ্ল্যাট কেনার জন্য ২৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। সাগ্নিকের বাবা ও মা-এর দাবি, তাঁদের টাকাতেই গাড়ি এবং ফ্ল্যাট কেনা হয়েছিল। যাবতীয় কাগজপত্র ও প্রমাণ রয়েছে তাঁদের কাছে।

ফলে এখনও পর্যন্ত তদন্তে যা উঠে এসেছে, তার ভিত্তিতে বলাই যায়, পল্লবীর পরিবারের তরফে সাগ্নিকের বিরুদ্ধে তোলা সব অভিযোগই ঠিক নয়। যেমন, ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়েছে, পল্লবী আত্মহত্যা করেছেন, খুন হননি তিনি। আবার সাগ্নিকের বিরুদ্ধে ওঠা আর্থিক তছরূপের অনেক প্রমাণই মেলেনি।



spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...