Wednesday, May 14, 2025

SSC Group-C মামলা: প্রাক্তন চেয়ারম্যান সহ ৫ জনের বিরুদ্ধে FIR সিবিআইয়ের

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিসনে(SSC) দুর্নীতি মামলায় রাশ শক্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। এবার এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা-সহ পাঁচ জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

সিবিআই সুত্রে জানা গিয়েছে, যে ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তাঁরা হলেন, উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা(Shantiprashad Shinha), এসএসসির তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহা এবং তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৪১৭, ৪৬৫ এবং ৩৪ নম্বর ধারায় মামলা করা হয়েছে। শুধু তাই-ই নয়, জামিনঅযোগ্য ৪৬৮ নম্বর ধারাতেও মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:এমাসের শেষেই ফের জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এবার গন্তব্য পুরুলিয়া-বাঁকুড়া

সিবিআইয়ের দাবি, আইন অমান্য করে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের গ্রুপ সি পদে চাকরির জন্য সুপারিশ করেছিলেন শান্তিপ্রসাদ। আরও অভিযোগ, শান্তিপ্রসাদ এবং তৎকালীন চেয়ারম্যান সৌমিত্র সরকার প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও শূন্যপদ সংগ্রহ করেছিলেন। জাল সুপারিশপত্র দিয়ে ৩৮১টি পদ পূরণ করা হয়েছিল। শুধু তাই-ই নয়, এই অনুত্তীর্ণ প্রার্থীদের নম্বরও বাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও সিবিআইয়ের দাবি, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কল্যাণময়কে জাল সুপারিশপত্র দেন শান্তিপ্রসাদ। কল্যাণময় আবার মধ্যশিক্ষা পর্ষদের টেকনিক্যাল অফিসার রাজেশ লায়েককে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন। বোর্ডের শীর্ষ আধিকারিকদের অন্ধকারে রেখে বেআইনি ভাবে নিয়োগ করা হয়।




spot_img

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...