Friday, November 14, 2025

Sourav Ganguly: ইডেনে আইপিএলের মহারণ, ভিলেন বৃষ্টি, ‘আমরা তৈরি’, বললেন মহারাজ

Date:

Share post:

প্রায় দু’বছর পর ইডেনে (Eden) ফিরছে আইপিএলের (IPL) ম‍্যাচ। মঙ্গলবার এবং বুধবার আইপিএলের প্লে-অফের ম‍্যাচের আসর বসতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। গোটা ইডেন জুড়ে সাজসাজরব। আইপিএলের স্রোতে ভাসছে গোটা শহরবাসী। কিন্তু এরই মধ‍্যে চোখ রাঙাচ্ছে কালবৈশাখী। হাওয়া অফিসে খবর অনুযায়ী আজ এবং আগামীকাল শহর কলকাতা বুকে আচড়ে পরার সম্ভাবনার কালবৈশাখীর। মহারণের দিনেও ভাসতে পারে ক্রিকেটের নন্দনকানন ৷ যদিও সেসব নিয়ে চিন্তিত নয় সিএবি সভাপতি ( CAB President) অভিষেক ডালমিয়া (Abhishek Dalmiya)। তিনি বলেন, “ইডেন তৈরি। ইডেনের যা পরিকাঠামো, তাতে ম্যাচের দিন বৃষ্টি হলে তা থামার একঘণ্টার মধ্যে ফের ম্যাচ শুরু করে দেওয়া যাবে৷”

একই কথা বলতে শোনা গেল বিসিসিআই সভাপতি (BCCI President)সৌরভ গঙ্গোপাধ্যায়ের ( Sourav Ganguly) গলাওতেও। রবিবার তিন দফায় সিএবিতে আসেন তিনি। ঘুরে দেখেন ক্রিকেটের নন্দনকানন। বারবার দেখলেন পিচ। পরে ইডেন ছেড়ে বেরনোর সময় সৌরভকে জিজ্ঞাসা করা হয়, হাওয়া অফিস বলছে মঙ্গলবার বৃষ্টি সম্ভবনা আছে। বৃষ্টি হলে কী হবে? এর উত্তরে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন,” আমরা তৈরি। বৃষ্টি হলে তো কিছু আর করার নেই।  ইডেন তৈরি। পাঁচ-পাঁচটা সুপার সপার প্রস্তুত করে রাখা আছে। বৃষ্টি থামলে আধঘন্টা বা একঘন্টার মধ‍্যে খেলা শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে।”

গত দু’বছর ধরে আইপিএলের উত্তাপে পোড়েনি শহর কলকাতায়। দেখেনি কোহলি বা রাহুলদের ব‍্যাটিং-এর জাদু। করোনা কেড়েকুড়ে নিয়ে গিয়েছিল সমস্ত কিছু। কিন্তু এবার প্রস্তুত শহর কলকাতা। কিন্তু বৃষ্টি ভিলেন যেন আনন্দে জল ঢালতে উকি দিচ্ছে।

আরও পড়ুন:Atk Mohunbagan: মঙ্গলবার মোহনবাগানের মুখোমুখি মাজিয়া স্পোর্টস, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

 

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...