Saturday, August 23, 2025

CMC-র রোগী কল্যাণ সমিতির দায়িত্বে নির্মলের জায়গায় সুদীপ্ত, চ্যালেঞ্জিং: মন্তব্য শ্রীরামপুরের বিধায়কের

Date:

Share post:

শতাব্দী প্রাচীন কলকাতা মেডিক্যাল কলেজে ( Calcutta Medical College) রোগী পরিষেবা ও কলেজের পঠন-পাঠন আরও উন্নত করাই লক্ষ্য- রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে এসে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে জানালেন ডা সুদীপ্ত রায় (Sudipto Ray)। এদিনে কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ডা নির্মল মাজির (Nirmal Maji) জায়গায় বসানো হল সুদীপ্ত রায়কে। হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান পদেও তাঁকে সম্প্রতি নিয়োগ করা হয়েছে। শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় আর জি কর মেডিক্যাল কলেজের (RG Kar Medical College) রোগী কল্যাণ সমিতিরও চেয়ারম্যান।

কলকাতা মেডিক্যাল কলেজে সাম্প্রতিক কালে রোগী কল্যাণ সমিতি নিয়ে নানা অভিযোগ উঠেছে। বিতর্কের মাধ্যেই সরিয়ে দেওয়া হল নির্মলকে। সে জায়গায় এসেছেন সুদীপ্ত রায়। দায়িত্ব নিয়ে তিনি বলেন, মেডিক্যাল কলেজের মতো দায়িত্ব পাওয়া খুশির পাশাপাশি চ্যালেঞ্জিং। তিনি চিকিৎসক, চিকিৎসাকর্মী, নার্স ও রোগীদের মধ্যে সমন্বয় সাধন করে কাজ করার চেষ্টা করবেন বলে জানান সুদীপ্ত রায়।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) আমলে রাজ্যের চিকিৎসা পরিষেবার যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন সকলে। এটা অভাবনীয়। সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নতি হয়েছে। রোগীর পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করার উপর জোর দেন সুদীপ্ত রায়। রোগীর পরিস্থিতির বিষয়েও তাঁদের অবগত করতে হবে বলে জানান তিনি।

তবে, কলকাতা মেডিক্যাল শুধুই হাসপাতাল নয়, এটা অত্যন্ত উচ্চমানের কলেজ। তাই চিকিৎসা পরিষেবার পাশাপাশি, কলেজের মানোন্নয়নেও তিনি জোর দেবেন বলে জানান সুদীপ্ত রায়। দুর্নীতির অভিযোগ এড়াতে নজরদারি বাড়ানোর উপর জোর দেন তিনি।

প্রথিতযশা চিকিৎসক সুদীপ্ত রায় চিকিৎসক মহলে অত্যন্ত পরিচিত মুখ। ভারতের চিকিৎসকদের সবথেকে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন। এছাড়াও ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিনে তাঁর নামাঙ্কিত পুরস্কার গ্রহণ করেছিলেন ভারতের রাষ্ট্রপতির হাত থেকে। আরজি কর মেডিক্যাল কলেজের এই প্রাক্তনী চিকিৎসাক্ষেত্রের পাশাপাশি রাজনৈতিক ময়দানে সমান স্বচ্ছন্দ্য। শ্রীরামপুর কেন্দ্রে চারবারের বিধায়ক সুদীপ্ত রায় এলাকাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়। স্বাভাবিকভাবেই এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁকে নিয়ে আসায় খুশি শ্রীরামপুরবাসী।

আরও পড়ুন:“শ্রমিকবন্ধু” তৃণমূল, ২৮শে সমাবেশের আগে অভিষেকের আগমনী বার্তা দিতে হলদিয়ায় কুণাল-ঋতব্রত

 

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...