Wednesday, May 7, 2025

Indian Army:  চাকরির সুযোগ! জওয়ান থেকে অফিসার সব পদে নিয়োগ 

Date:

Share post:

করোনার কারণে থমকে ছিল কাজ। কিন্তু থেমে থাকেননি দেশের শত্রুরা। তাই এবার তাঁদের বিরুদ্ধে লড়াই করার সময় এসে গেছে। একঝাঁক নতুন সদস্যদের নিয়ে দেশের প্রতিরক্ষা (Defence) মজবুত করতে নয়া পদক্ষেপ ভারতীয় সেনার( Indian Army)। চুক্তির ভিত্তিতে চাকরির সুযোগ। আর্মি (Army), নেভি (Navy) এবং এয়ারফোর্স (Airforce) তিন বিভাগেই লোক নেওয়া হবে।

ভারতীয় সেনায় যোগ দিতে চান যাঁরা, এবার তাঁদের স্বপ্ন পূরণের পালা। জওয়ান থেকে অফিসার সব পদে নিয়োগ করবে ভারতীয় সেনা (Indian army)। প্রাথমিকভাবে চার বছরের চুক্তিতে চাকরি। চুক্তির মেয়াদ শেষ হলে পাকাপাকিভাবে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হবেন তাঁরা। করোনার (Corona)কারণে প্রায় বছর দুই কোনও নিয়োগ হয়নি সেনাবাহিনীতে। যার ফলে শূন্য পদের সংখ্যা প্রায় ১ লক্ষ ২৫ হাজার ছাড়িয়ে গেছে। কিন্তু একসাথে এই শূন্যতা পূরণ করতে গেলে আর্থিক বোঝা চেপে যাবে সেনাবাহিনীর উপরে। তাই চুক্তি ভিত্তিক নিয়োগ হবে বলে জানা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে।

ঠিক হয়েছে চার বছরের চুক্তির চাকরি শেষে ২৫ শতাংশকে রেখে দিয়ে বাকি ৭৫ শতাংশকে বসিয়ে দেওয়া হবে। সেনার মতে এই ৭৫ শতাংশের সরকারের অন্যান্য কাজে বা বেসরকারি অফিসে চাকরি পেতে অসুবিধা হবে না। কারণ, চার বছর সেনায় (Indian Army) কাজ করার সুবাদে তারা অনেকটা এগিয়ে থাকবেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, চুক্তি বহাল থাকাকালীন যুদ্ধে কিংবা দেশের মধ্যেই উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে যেতে হতে পারে। স্থায়ী পদে চাকরি করা সেনারা যত ধরনের কাজ করে থাকেন তার সবই করতে হবে চুক্তিবদ্ধ জওয়ান ও অফিসারদের। চুক্তির চাকরিতেও স্থায়ী পদে যুক্ত সেনাকর্মীর সমান বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। এখানে প্রশ্ন একটাই, যে ২৫ শতাংশের স্থায়ী চাকরি পেলেন তাঁদের কোনোও সমস্যা নেই, কিন্তু বাকি ৭৫ শতাংশের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত হবে?



spot_img

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...