Monday, January 12, 2026

বর্ষা ঢুকল কেরলে, বাংলায় আর এক সপ্তাহ পরেই

Date:

Share post:

নির্ধারিত সময়ের তিনদিন আগেই বর্ষা চলে এল।  রবিবার মৌসম ভবন সরকারিভাবে  ঘোষণা করে জানিয়ে দিয়েছে কেরলে বর্ষা চলে এসেছে। বাংলায় হয়তো আর  মাত্র এক সপ্তাহের অপেক্ষা। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী,  সাধারণত জুন মাসের ১ তারিখকেই ভারতে বর্ষার আগমণের  দিন হিসেবে গণ্য করা হয়। কিন্তু ব্যতিক্রম ঘটল এবার। তিনদিন আগেই , ২৯ মে চলে এল বর্ষা। এর আগে ২০১৮ সালেও একই ঘটনা ঘটেছিল।  ২৯ মে বর্ষা ঢুকেছিল দেশে।

তাহলে বাংলায় বর্ষা আসবে কবে? মৌসম ভবনের পূর্বাভাস, আর  হয়তো মাত্র সাতদিনের অপেক্ষা। বাংলায় বর্যা সাধারণত  উত্তরবঙ্গ হয়ে ঢোকে। বর্ষা  প্রথম আসে উত্তরবঙ্গে। তারপর দক্ষিণে । কেরলে ১ জুন এলে সেই হিসাব অনুযায়ী সাধারণত জুনের ৮ থেকে ১০ তারিখের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা  চলে আসে। কিন্তু যেহেতু এ বছর কেরলে তিন দিন আগেই বর্ষা চলে এসেছে তাই  উত্তরবঙ্গেও সময়ের আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর চলে আসাার সম্ভাবনা প্রবল।

তবে প্রতি বছরই  যে একেবারে সঠিক  দিন ক্ষণ মেনে বর্ষা ঢোকে তা নয়। বঙ্গোপসাগরের উপরে থাকা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর খেয়াল খুশির উপর নির্ভর করে পুরোটাই। মৌসম ভবন জানিয়েছে, গত ১০ বছরে ১ জুন দেশে বর্ষা ঢুকেছে মাত্র দু’বার।  মে মাসে অর্থাৎ আগাম  বর্ষা চলে এসেছিল ২০১৭ এবং ২০১৮ সালে। প্রায় এক সপ্তাহ দেরি করে বর্ষা এসেছিল ২০১৪, ২০১৫, ২০১৬ এবং ২০১৯ সালে ।

 

spot_img

Related articles

নিপা ভাইরাস আতঙ্ক, মোকাবিলায় প্রস্তুত নবান্ন

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দু’জন নার্সের শরীরে নিপা ভাইরাসের (Nipah Virus) উপস্থিতি...

সেনাবাহিনীর ধাঁচে তিন বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল: লড়াইয়ের রূপরেখা জানালেন সেনাপতি অভিষেক

দামামা প্রায় বেজে গিয়েছে। ভোট যুদ্ধের প্রতিশ্রুতি শাসক-বিরোধী সব শিবিরে। এই পরিস্থিতিতে লড়াইয়ে রূপরেখা জানালেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক...

বাংলাদেশে জেলবন্দি মৃত্যু বিখ্যাত সঙ্গীত শিল্পীর

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জেলবন্দি অবস্থাতে মৃত্যু! প্রলয় চাকী (Pralay Chaki) বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি আওয়ামী লিগের...

গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী! তৎপরতায় এয়ারলিফ্ট প্রশাসনের 

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে সাগরে। সেই ভিড়ের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসে...