Thursday, November 13, 2025

আদালত থেকে ফাঁস হয়েছে জ্ঞানবাপী সমীক্ষা রিপোর্ট! ক্ষোভ মামলাকারীদের

Date:

Share post:

জ্ঞানবাপী মসজিদ(Gyanbapi Mosque) মামলায় আদালতে(Court) জমা করা রিপোর্ট ফাঁস হয়ে গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। এই ঘটনায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে রীতিমতো বিস্মিত মামলাকারী পক্ষ। অবিলম্বে গোটা ঘটনার তদন্তের দাবি জাননো হয়েছে মামলাকারীদের তরফে।

সোমবার আদালতে জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানির পর এই মামলা সম্পর্কিত সমস্ত ভিডিও ফুটেজ, ছবি ও সমীক্ষা রিপোর্ট মুখবন্ধ খামে তুলে দেওয়া হয় উভয়পক্ষের মামলাকারীদের হাতে। আদালতের তরফে শর্ত দেওয়া হয় এই ভিডিও ও ছবি কোনওভাবেই যেন প্রকাশ্যে না আসে। তবে শুনানি শেষ হওয়ার পর বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয় ওই ভিডিয়ো এবং ছবি। এই ঘটনাতেই ক্ষুব্ধ মামলাকারীরা। এই ঘটনায় মামলাকারী হিন্দু পক্ষের আইনজীবী শঙ্কর জৈন বলেন, ‘সিল করা খামেই আমাদের কাছে রিপোর্ট রয়েছে। তাও বিষয়টি কীভাবে এই রিপোর্ট প্রকাশ্যে চলে এল? এই ঘটনার তদন্ত হওয়া উচিত।’

সোমবার জ্ঞানবাপী মামলার শুনানিতে দুই পক্ষের সওয়াল-জবাবে উত্তপ্ত হয়ে ওঠে বারাণসী জেলা আদালতের কোর্টরুম। এরপর মামলাকারীদের হাতে এই মামলা সম্পর্কিত সমস্ত ভিডিও ফুটেজ, ছবি ও সমীক্ষা রিপোর্ট মুখবন্ধ খামে তুলে দেওয়া হয়। কিন্তু সন্ধ্যাতেই ‘গোপন’ রিপোর্ট সংবাদমাধ্যমে ফাঁস হয়। আগামী ৪ জুলাই রয়েছে সংশ্লিষ্ট এই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, ২০২১-এর অগস্টে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর ‘মা শৃঙ্গার গৌরী’ (ওজুখানা ও তহখানা নামে পরিচিত) এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসী দায়রা আদালতে। এর পর দায়রা আদালত নিযুক্ত কমিটি মসজিদের অন্দরে সমীক্ষা ও ভিডিয়োগ্রাফির নির্দেশ দিয়ে পর্যবেক্ষক দল গঠন করে। সেই সমীক্ষার রিপোর্ট পেশের পরে ওজুখানা ও তহখানা ‘সিল’ করার নির্দেশ দেয় দায়রা আদালত।




spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...