কাজের দিনের মাঝেই আবার দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। বন্ধ টালিগঞ্জ গড়িয়া রুটের (Tollygung-Garia Route))অটো সার্ভিস( Auto service)। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে এদিন অটো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন(Auto union)।

অটো চালকরা বলছেন দীর্ঘদিন ধরেই নানাভাবে পুলিশি হেনস্থার শিকার হচ্ছেন তাঁরা। তাদের অভিযোগ কারণে-অকারণে কেস দেওয়া হচ্ছে তাঁদের। দিনের পর দিন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা। এদিন রানিকুঠি (Ranikuthi)মোড়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অটো চালকরা। তারা বলছেন বিনা কারণে মামলা রুজু করা হচ্ছে এবং জরিমানা দিতে হচ্ছে অনেক বেশি। এরই প্রতিবাদে আজ মঙ্গলবার অটো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

উল্লেখ্য টালিগঞ্জ থেকে গড়িয়া থেকে যেতে গেলে এই রুটের অটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকক্ষণ ধরে বাসের অপেক্ষায় না দাঁড়িয়ে থেকে অনেকেই অটো ধরে স্থানীয় অশোকনগর বা বাঁশদ্রোণী অথবা নাকতলা রুটের দিকে যাওয়ার জন্য অটোকেই বেছে নেন। সেই অটো পরিষেবা বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা।
