Sunday, November 9, 2025

নতুন যাত্রা শুরু করছি: বিজ্ঞাপনী চমক! সৌরভের পোস্ট ঘিরে জল্পনা

Date:

Share post:

বিসিসিআই(BCCI) পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জাতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)? মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সেই জল্পনাই উস্কে দিলেন ক্রিকেটের মহারাজ। পাশাপাশি জানালেন দীর্ঘ ৩০ বছর ক্রিকেট জীবনকে বিদায় জানিয়ে মানুষের জন্য কিছু করতে চান তিনি। সৌরভের এহেন টুইটের পরই জল্পনা বাড়তে শুরু করেছে তবে কি এবার বিসিসিআই পদ থেকে ইস্তফা দিয়ে পুরোপুরি রাজনীতির ময়দানে নামতে চলেছেন ‘দাদা’। যদিও সুত্রের খবর, এই গোটা বিষয়টিই একটি বিজ্ঞাপনী চমক।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সৌরভ। যেখানে তিনি লেখেন, “সেই ১৯৯২ সাল থেকে আজ ২০২২ আমার ক্রিকেট সফর ৩০ বছর পার করল। ক্রিকেট আমায় অনেক কিছু দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট আমায় মানুষের সমর্থন ও ভালোবাসা দিয়েছে। আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা এই সফরে আমার সঙ্গি ছিলেন, সমর্থন করেছেন, এবং যাদের সাহায্যে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। এখন আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করছি যা মানুষের উপকারে আসে। আমার এই নতুন যাত্রায় আপনাদের সকলের সমর্থন আমি আশা করি।” সৌরভের এই টুইটের পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে এবার হয়ত তিনি বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। পাশাপাশি জল্পনা বাড়তে থাকে, রাজ্যসভাতে প্রার্থী হতে পারেন তিনি। তবে সুত্রের খবর, সৌরভের বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা সংক্রান্ত কোনও খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এই গোটা বিসয়টিই একটি বিজ্ঞাপনী চমক। বিসিসিআইয়ের সহসভাপতি জয় সাহা একটি টুইট করে জানান, সৌরভ বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দেননি।




spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...