Sunday, November 16, 2025

নীতীন প্যাটেলের হাত ধরে বিজেপিতে যোগ হার্দিকের

Date:

Share post:

প্রত্যাশামতোই বৃহস্পতিবার গান্ধীনগরে বিজেপির(BJP) রাজ্য সভাপতি সিআর প্যাটিল এবং  বর্ষীয়ান নেতা নীতীন প্যাটেলের (Nitin Patel)  হাত ধরে বিজেপিতে যোগ দিলেন হার্দিক প্যাটেল(Hardik Patel)। শুধু তাই নয় যোগদানের আগে তিনি জানিয়ে দেবেন আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) ছোট সৈনিক হিসেবে কাজ করতে চান তিনি।

এক কালে বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে উত্থান হয়েছিল গুজরাটের তরুণ নেতা হার্দিক প্যাটেলের। তবে সাম্প্রতিক সময়ে কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তাতে দেখা যায় হার্দিককে। এরপর গত ১৮ মে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ত্যাগ করেন হার্দিক প্যাটেল। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরো বাড়িয়ে তোলেন তিনি। অভিযোগ তোলেন কংগ্রেস হিন্দু বিরোধী। রাষ্ট্রীয় ঐক্যের কথা না ভেবে দলের স্বার্থে বিভাজনের রাজনীতি করে চলেছে হাত শিবির। হার্দিকের কংগ্রেস ত্যাগের পর কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল এবার বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। তবে শীর্ষ নেতৃত্বের অনুমোদনের জন্য সেই পথে কিছুটা সময় লাগে। সব শেষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখালেন গুজরাটের তরুণ নেতা।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের আগে একটু ওয়েট করেন হার্দিক। যেখানে তিনি লেখেন, “রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একজন সৈনিক হিসেবে আঞ্চলিক ও সমাজের স্বার্থে কাজ করব।” এদিকে, চলতি বছরের শেষেই গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে হার্দিকের মতো তরুণ নেতার বিজেপি যোগ নিশ্চিতভাবেই গেরুয়া শিবিরকে লড়াইয়ে খানিকটা এগিয়ে রাখবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।




spot_img

Related articles

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...