Monday, December 29, 2025

সিঙ্গুর থেকে শিল্পবার্তা দিলেন মুখ্যমন্ত্রী, লক্ষাধিক কর্মসংস্থানের আশ্বাস

Date:

Share post:

সিঙ্গুরে আগামী দিনে বহু শিল্প হবে। কোটি কোটি টাকা বিনিয়োগ হবে। লক্ষাধিক কর্মসংস্থান হবে। শুক্রবার, সিঙ্গুরের (Singur) সন্তোষী মায়ের মন্দিরে পুজো দিয়ে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banrejee)। এদিন কামারকুণ্ডু রেল উড়ালপুলেরও উদ্বোধন করেন তিনি।

সিঙ্গুরের মঞ্চে থেকেই ভারচুয়ালি কামারকুণ্ডু রেলব্রিজের উদ্বোধন করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের কথা চূড়ান্ত করা হয়। রাজ্য সরকার জমির বন্দোবস্ত করে বলেই জানান মুখ্যমন্ত্রী। এখানেই মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে শিল্প হবে সিঙ্গুরে।

আরও পড়ুন : রাজ্যের প্রথম আইএস জঙ্গি মুসার যাবজ্জীবন কারাদণ্ড

ফ্লাইওভারটি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় এই প্রকল্পটি মঞ্জুর করেছিলেন। তিনি রেলমন্ত্রী থাকাকালীন বাংলায় আরও অনেকগুলি রেল প্রকল্পের উদ্বোধন হয়। সেগুলির মধ্যে অন্যতম বিষ্ণুপুর তারকেশ্বর রেললাইন। এছাড়াও তাঁর রেলমন্ত্রী থাকাকালীন প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন। এই প্রকল্পেটি তার মধ্যে অন্যতম। এই প্রকল্পে রাজ্য সরকার পুরো জমি সহ ৩৪ কোটি টাকা খরচ করেছে। তৃণমূল (TMC) সরকারে আসার পরে, বিভিন্ন এলাকার উন্নয়নের বিষয়ে কাজ হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্য চন্দননগরের আলোর হাব হয়েছে। তারকেশ্বর ডেভলপমেন্ট কর্পোরেশন তৈরি হয়েছে, তারকেশ্বরের উন্নয়নের জন্য।

এছাড়াও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ মধ্য সংযোগকারী একটি রাস্তা তৈরি করা হচ্ছে তার জন্য তিন হাজার কোটি টাকা খরচ হবে। মমতা বলেন, এখানে যেমন কৃষির অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এখানে তৈরি হচ্ছে একটি অ্যাগ্রো হাব। তার সঙ্গে সঙ্গে উত্তরপাড়ায় তৈরি হবে গাড়ি কারখানা। ডানকুনিতে কোচ কারখানা। সব মিলিয়ে শিল্প এবং কৃষি রাজ্যকে সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেন মমতা। একই সঙ্গে তিনি জানান, এই সব শিল্পে বিপুল কর্ম সংস্থান হবে

spot_img

Related articles

ডিমের দাম ঊর্ধ্বমুখী! মূল্যবৃদ্ধিতে লাগাম দিতে উদ্যোগী হরিণঘাটা 

বাজারে ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। উৎসবের মরসুমে বেকারি শিল্পে বাড়তি চাহিদা,...

আর সহ্য হচ্ছে না! প্রত্যেক মানুষের অধিকার রক্ষা করতেই হবে: গর্জে উঠলেন মমতা

এসআইআর-এ হয়রান বাংলার মানুষ। গত এক মাসে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বা আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই...

বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র! বাংলাদেশি গ্রেফতারির ভুয়ো খবরে সরব রাজ্য পুলিশ

বাংলাকে বদনাম করার চক্রান্তে বারবার বাংলাদেশি অনুপ্রবেশের তত্ত্ব তুলে ধরেছে বিরোধীরা। যে সীমান্ত রক্ষা করার দায়িত্ব কেন্দ্র সরকারের,...

কমিশনের নির্দেশ মতো কেন নয় বয়স্কদের শুনানি! SIR পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে সি মুরুগন

এসআইআর নিয়ে বঙ্গে মানুষের ভোগান্তির আর শেষ নেই। শুনানির সঠিক ব্যবস্থা না থাকার ফলে বারবার হয়রানির অভিযোগও তুলেছেন...