Thursday, January 22, 2026

দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র কানপুর, মূলচক্রী সহ গ্রেফতার ২৪

Date:

Share post:

মুসলিম ধর্মগুরু হজরত মহম্মদকে নিয়ে উস্কানিমূলক মন্তব্যের জেরে রণক্ষেত্র হয়ে উঠল কানপুর(Kanpur)। ব্যাপক ভাংচুরের পাশাপাশি ছোড়া হল পাথর। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে নিয়ন্ত্রণ করতে আধাসেনা নামাতে হয়েছে উত্তরপ্রদেশ সরকারকে(UttarPradesh govt)। ঘটনার তদন্তে নেমে ২৪ জনকে গ্রেফতার(Arrest) করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জাতিয় নিরাপত্তা আইনে দায়ের হয়েছে মামলা।

জানা গিয়েছে, বিজেপি নেত্রী নুপুর শর্মা (Nupur Sharma) দিনকয়েক আগে হজরত মহম্মদের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তারপর থেকেই কানপুর-সহ উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুক্রবার নুপুরের মন্তব্যের প্রতিবাদে কানপুরের প্যারেড মার্কেটে বনধের ডাক দেয় স্থানীয় সংখ্যালঘু সংগঠন। কিন্তু স্থানীয় দোকানদাররা দোকানপাঠ বন্ধ রাখতে রাজি হয়নি। তাতেই বিবাদের সূত্রপাত। এরপর ওই এলাকায় দুপক্ষের সংঘর্ষ চরম আকার ধারন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ ও আধা সেনা।

আরও পড়ুন:মাত্র ৩৫ শতাংশ নম্বরেই বিজ্ঞান, বাড়ল একাদশের সিট: নির্দেশিকা জারি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

এদিকে হিংসা ছড়ানোর অভিযোগে জাভেদ খান ও জাফার হায়াত হাশমিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি এই হিংসার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী সে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে, মহম্মদ রাহিল ও মহম্মদ সুফিয়ান গ্রেফতার হয়েছে। পুলিশের দাবি জাভেদ খান লখনউ থেকে একটি ইউটিউব চ্যানেল চালায়। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলা রুজু হয়েছে। মোট ৩৫ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। পুলিশ জানিয়েছে এদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হবে। এদিকে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল ও কিছু নথি।

যদিও ইসলাম ও হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরও নুপুর শর্মার বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার কোনও ব্যবস্থা নেয়নি। তাঁর বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ এবং থানে পুলিশ। এদিকে শুক্রবার কানপুরের ঘটনার জন্য যোগী সরকারের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন সমাজবাদী পার্টি (Samajwadi Party) সুপ্রিমো অখিলেশ যাদব।




spot_img

Related articles

আজ ৪৯-তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, অক্ষরের মহোৎসব ঘিরে উন্মাদনা তুঙ্গে

বসন্ত পঞ্চমীর প্রাক-লগ্নে বই প্রেমীদের মহোৎসবের সূচনা হতে চলেছে সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে...

ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, বৃহস্পতির সকালে ভাঙা পথে চলছে মেট্রো 

সাতসকালে মেট্রো বিভ্রাট। রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন (Rabindra Station to Rabindra Sarovar) পর্যন্ত পরিষেবা বন্ধ, দক্ষিণেশ্বর থেকে...

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে মানসিক শান্তি ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।...

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...