Wednesday, August 27, 2025

তৃণমূল পরিষদীয় দলের বৈঠক: বিধানসভায় দলের বিধায়কদের ১০০ শতাংশ উপস্থিতিতে জোর

Date:

Share post:

বিধানসভার অধিবেশন চলাকালীন দলের সব বিধায়কদের একশো শতাংশ হাজিরা দিতেই হবে, এই মর্মে তৃণমূল কংগ্রেস(TMC) বিধায়কদের নির্দেশ দিল দল। শুক্রবার বিধানসভার(Assembly) নশৌর আলি কক্ষে পরিষদীয় দলের বৈঠক হয়। সেখানেই বিধায়কদের হাজিরা নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের মনোভাব বুঝিয়ে দেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chaterjee), ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রীমা ভট্টাচার্যরা।

বৈঠকে শীর্ষ নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয়, অনেক বিধায়কই বিধানসভায় অধিবেশনের শুরুতে কিছুক্ষণ থেকে চলে যান। এখন থেকে এটা আর করা যাবে না। অধিবেশনের শুরু থেক শেষ প্রর্যন্ত পুরো সময়ই থাকতে হবে। কেউ কেউ প্রস্তাব দেন, দিনে তিনবার করে বিধায়কদের স্বাক্ষরের পক্ষে। কিন্তু এখনই সে পথে হাঁটতে নারাজ দল। শুক্রবারের বৈঠকের পর বিধানসভায় বিধায়কদের হাজিরার হার ও মনোভাব বুঝেই ধাপে ধাপে পরবর্তী সিদ্ধান্ত ভাবা হবে।

এদিনের বৈঠকে বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে, আরও বেশি করে সরকারের উন্নয়নের কথা বিধানসভায় তুলে ধরতে। একই সঙ্গে নিজের নিজের এলাকার উন্নয়নের জন্যও বিধানসভায় বলতে হবে। বিশেষ করে নতুন বিধায়কদের বলা হয়েছে, আরও বেশি করে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে। বিধানসভা লাইব্রেরীকে ব্যবহার করে নতুন বিধায়করা অনেক কিছু শিখতে পারে বলেও পরিষদীয় দলের তরফে জানিয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

চলতি বিধানসভার অধিবেশনে প্রায় ছ’টি বিল আনা হবে। বিএ কমিটির বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি পরিষদীয় মন্ত্রী বলেন, অনেকসময় দেখা যায় যেদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় আসবেন সেদিন অনেক বিধায়করা একঝলক এসেই বেরিয়ে যান। এটা করা চলবে না। কোনও অবস্থাতেই যাতে বিধানসভার মর্যদা ও গরিমা ক্ষতি না হয় সেবিষয়ে সকল বিষয়ে নজর রাখতে বলেছে তৃণমূল পরিষদীয় দল।

আরও পড়ুন-সংখ্যালঘুরা হৃদয় দিয়ে আগলে রেখেছে বাংলা, তাই প্ররোচনায় পা নয়! নুপূর কাণ্ডে বার্তা তৃণমূলের

 

spot_img

Related articles

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...