হাঁসখালি থানার ওসি মুকুন্দ চক্রবর্তীকে বদল করা হল। তাঁকে পোস্টিং দেওয়া হল গাঙনাপুর থানায়। আর গাঙনাপুর থানার ওসি সুমন দাসকে নিয়ে আসা হল হাঁসখালিতে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এটি রুটিন বদলি। অন্য কোনো কারণ নেই। কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে এই হঠাৎ বদলি নিয়ে। বিরোধীদের দাবি হাঁসখালিতে নাবালিকা ধর্ষণকাণ্ডে এলাকার তৃণমূল নেতা ও তাঁর ছেলের নাম জড়িয়েছিল। সিবিআই তদন্তের দায়িত্বভার নিয়েই তিনজনকে গ্রেফতার করে। সম্প্রতি কলকাতা হাইকোর্টে এই তদন্তের দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে। আর ঠিক সেই সময়েই থানের ওসি বদল নিয়ে প্রশ্ন উঠেছে।
