Monday, January 12, 2026

ত্রিপুরায় গণতন্ত্র নেই, অপশাসন প্রমাণিত: বিজেপির বিরুদ্ধে তোপ কুণালের

Date:

Share post:

মঙ্গলবার, ত্রিপুরার উপনির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে সোমবার, আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। ত্রিপুরায় (Tripura) বিজেপির বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে কুণাল বলেন, দীর্ঘদিন ধরেই বিপ্লব দেবের (Biplab Dev) অপশাসন নিয়ে সরব ছিল তৃণমূল। তিনি যে ব্যর্থ সেটা প্রমাণিত। সেই কারণেই তাঁকে সরিয়ে দিয়েছে গেরুয়া শিবির। এক, বিপ্লব দেবের ব্যর্থতা আর দুই, বিজেপি-র গোষ্ঠী কোন্দল। এই দুইয়ের জেরেই ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল বলে মত কুণালের।

তৃণমূল মুখপাত্র বলেন, তৃণমূল জমানায় বাংলায় বহু জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যবাসী। ত্রিপুরার মানুষেরও সেই অধিকার আছে। যদি, তাঁরা উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পেতে চান, তাহলে তৃণমূলকে সমর্থন করুন। কটাক্ষ করে কুণাল বলেন, যদি চান পেট্রোপণ্যের দাম বাড়ুক, এলআইসি-সহ বিভিন্ন সংস্থা বেসরকারীকরণ হোক, বেকারত্ব বাড়ুক- তাহলে বিজেপিকে ভোট দিন। আর যদি চান বাংলা-ত্রিপুরা মিলে কেন্দ্রের বিজেপি সরকারের গদি উল্টে দিক- তাহলে তৃণমূলের হাত শক্ত করুন।

ত্রিপুরায় গণতন্ত্র নেই বলেও সরব হন কুণাল ঘোষ। বলেন, বাংলায় গণতন্ত্র আছে বলেই বিজেপি-র সব খবর করে সংবাদ মাধ্যম। এমনকী, বাংলার সমালোচনাও হয়। কিন্তু কোনও সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয় না। কিন্তু ত্রিপুরায় গণতন্ত্র নেই বলে, সংবাদমাধ্যমের উপর হামলার ঘটনা ঘটে। সংবাদপত্রের অফিসে ভাঙচুর হয়। পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে৷ সেখানে দাঁড়িয়ে কথা বলা যায়। কিন্তু ত্রিপুরায় বাক্ স্বাধীনতা নেই বলে তীব্র আক্রমণ করেন কুণাল।

নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্য বাংলায় বিক্ষিপ্ত অশান্তি প্রসঙ্গে কুণাল বলেন, পশ্চিমবঙ্গ ভালো আছে। বিষ ঢালছে বিজেপি (BJP)। অশান্তি-গন্ডগোল পাকিয়েছে বিজেপি। বড় সড় সমস্যা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে৷ আর এরা নাটক করছে৷ গোষ্ঠীবাজি করে অশান্তিতে ইন্ধন দিচ্ছে। যতটা সম্ভব নিয়ন্ত্রণ করছে বাংলার প্রশাসন। সেই সঙ্গে সিপিআইএম-কংগ্রেসকেও তীব্র কটাক্ষ করেন কুণাল। বলেন, আর বিধানসভায় শূন্য পাওয়ায় অশান্তি ছড়াচ্ছে।

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...