Tuesday, August 26, 2025

ফেল করা পরীক্ষার্থীদের পাশ করানোর দাবিতে রাজ্য জুড়ে পড়ুয়াদের বিক্ষোভ 

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Examination) ফল প্রকাশিত হয়েছে গত শুক্রবার। এবারে পাশের হার ৮৮ শতাংশেরও বেশি। তাহলে কেন তাঁদের স্কুলের ৩৭ জন পরীক্ষার্থী ফেল করলেন , এই প্রশ্ন তুলে বনগাঁর বাটার মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ বনগাঁর (Bangaon) কুমুদিনী স্কুলের (kumudini school) ৩৭ জন ছাত্রীর। বিক্ষোভের জেরে অবরুদ্ধ যশোর রোড। অন্যদিকে তাহেরপুরে (Taherpur) বিভিন্ন বিষয়ে ফেল করে ৫৭ জন পড়ুয়া পথ অবরোধ করেছে বলে জানা যাচ্ছে। রাজ্য জুড়ে ক্রমশ প্রকট হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনুত্তীর্ণ ছাত্র ছাত্রীদের বিক্ষোভের ছবি।

উত্তর ২৪ পরগণার বনগাঁর (Bangaon) কুমুদিনী স্কুলে চলতি বছরে ২৭৯ জন  উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩৭ জন পরীক্ষার্থী ইংরেজি-সহ অন্যান্য বিষয়ে ফেল করেছেন। তাঁদের হুমকি, সকলকে পাশ না করালে অনশন করবেন তাঁরা। পাশ করানোর দাবি তুলে আত্মহত্যার (Suicide) হুমকিও দিয়েছেন তাঁরা।অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬৫ জন ছাত্রী অনুত্তীর্ণ হওয়ায় অবরোধ মালবাজার মহকুমার ওদলাবাড়ি ৩১ নাম্বার জাতীয় সড়কেও। নদিয়াতেও(Nadia) একই ছবি। সূত্র বলছে, নদিয়ার তাহেরপুর থানা এলাকার বীরনগর শিবকালী উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৫৩ জন ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ইংরেজিতে ফেল করেছেন ৫৪ জন। তাঁরা বলছেন এটা অসম্ভব। স্কুলের গাফিলতির দিকে আঙুল তুলছেন তাঁরা। ফেল করা সব ছাত্রীদের পাশ করানোর দাবি তুলে রানাঘাট-আড়ংঘাটা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। রাস্তা অবরোধ করে বীরভূম জেলা জুড়েও চলছে বিক্ষোভ । বীরভূমের (Birbhum) সাঁইথিয়ার শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ের প্রায় ৩১০ জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিলেও, ফল প্রকাশের পর দেখা গেছে ২৯০ জন পরীক্ষার্থীই ফেল! পাশ করিয়ে দেবার দাবিতে বিদ্যালয়ের সামনে সাঁইথিয়া – লাভপুর চৌহাট্টা যাবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরাও।



spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...