কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, মানিক সিবিআইয়ের সঙ্গে তদন্তে সহযোগিতা না করলে তাকে নিজেদের হেফাজতেও নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনটাই নির্দেশ দিয়েছিল আদালতের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গত সোমবার সন্ধ্যায় সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলায় কী রায় দেয় সেদিকে নজর সকলের।
