Tuesday, August 26, 2025

Pavlov Hospital: বিল নিয়ে অসঙ্গতি, স্বাস্থ্য দফতরের কড়া নজরদারিতে অস্বস্তিতে পাভলভ

Date:

Share post:

ফের কাঠগড়ায় পাভলভ মানসিক হাসপাতাল (Pavlov Mental Hospital)। অন্ধকার, স্যাঁতস্যাতে, নোংরা ঘরে ১৩ জন মানসিক রোগীকে তালাবন্দি করে রাখার খবর সামনে আসে। স্বাস্থ্য দফতরের( Health Department of West Bengal) এই রিপোর্টে রোগীদের শরীরে ক্ষতচিহ্ন মিলেছে বলে জানান হয়। এরপরই ফের কাঠগড়ায় ওঠে পাভলভ হাসপাতাল (Pavlov Mental Hospital)। ইতিমধ্যেই হাসপাতালের সুপারকে শোকজ করেছে স্বাস্থ্য দফতর।কিন্তু তবুও বিতর্ক থামে নি। পাভলভের বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগ এবার প্রকাশ্যে। আবাসিকদের খরচের বিল নিয়ে এবার অসঙ্গতি খুঁজে পেল স্বাস্থ্য দফতর। ঠিকাদারের (contractor) সঙ্গে বিভাগীয় প্রধানের আঁতাতের অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল, রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে পরিদর্শনের পরেই সামনে এসেছে চরম অব্যবস্থার ছবি। তারপরেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে কলকাতার পাভলভ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার আরও বড় দুর্নীতির অভিযোগ পাভলভ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে যে আবাসিকরা রয়েছেন তাঁদের জন্য যা খরচ করা হয়েছে তাতে কোনওরকম নজরদারিই নেই। নজরদারি ছাড়াই বরাদ্দ হয়ে গিয়েছে । অভিযোগ,ঠিকাদারের সঙ্গে বিভাগীয় প্রধানের আঁতাতের জেরে ১৫ লক্ষ টাকার বিল পাশ হয়েছে। স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে,বছরে ১ কোটি টাকার বেশি বরাদ্দ হয় আবাসিকদের পোশাকের জন্য। তবু ছেঁড়া পোশাক পরিয়ে রাখা হয় আবাসিক রোগীদের। হাসপাতালের (Hospital)আউটডোরের অবস্থাও দুর্বিষহ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এসবের মাঝেই নয়া কাণ্ড। পাভলভ মানসিক হাসপাতালে (Pavlov Hospital)গাছে উঠে পড়লেন রোগী। তার জেরে তুমুল টানাপোড়েন শুরু হল ভরদুপুরে। ওই রোগীকে নামাতে হিমশিম খেলেন হাসপাতালের কর্মীরা। নিরুপায় হয়ে ডাকতে হল দমকলকে। শেষমেশ আধ ঘণ্টার চেষ্টায় নামানো সম্ভব হল ওই রোগীকে। স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের নজর এড়িয়ে কীভাবে ওই রোগী গাছে উঠে পড়লেন? এই ঘটনায় পাভলভে রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে নতুন করে।



spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...