Tuesday, November 4, 2025

চাকরির নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি: অগ্নিপথ নিয়ে তোপ মমতার

Date:

Share post:

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পকে(Agnipath Project) কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। কেন্দ্রের এহেন চুক্তিভিত্তিক সেনা নিয়োগের বিরোধিতায় সরব হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। এই ইস্যুতেই রাজ্য বিধানসভায় সোমবার সরব হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিধানসভায় দাঁড়িয়ে রীতিমতো তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অগ্নিবীর নিয়োগ আসলে সেনার অপমান। চাকরি দেওয়ার নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি(BJP)।

সোমবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রকে দুষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই প্রকল্প তো আর্মি ডিপার্টমেন্ট থেকে ঘোষণা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রক করেছে। অগ্নিবীর তৈরির নামে আসলে বিজেপির ক্যাডার তৈরি করা হবে। চার বছর পর চাকরি চলে গেলে তোমাদের বাড়ির লোকেরও চাকরি চলে যাবে। কিসের অগ্নিপথ? আমি কারও চাকরি খেতে দেব না।” এরপর তোপ দেগে মুখ্যমন্ত্রী আরও বলেন, “মুখরক্ষার জন্য সেনাকে সামনে আনা হয়েছে। চার বছর পর কী হবে তা কেউ জানে না। কিন্তু তারা বন্দুক চালানোর লাইসেন্স পেয়ে যাবে। সারা দেশে আগুন নিয়ে খেলা চলছে। দেশে কিছু বিজেপির গুন্ডা তৈরি করার জন্যে চার বছরের জন্যে বিজেপি ললিপপ দেখাচ্ছে। এটা ডাকাতি ছাড়া আর কিছু না। আমরা ক্ষমতায় আসার পর কারও চাকরি খাইনি। ১ লাখ চাকরি দিয়েছি। এর মধ্যে ১০০ টা ভুল হতে পারে। কিন্তু সংশোধনের সুযোগ দিতে হবে। না পারলে জেলে পোরা হোক।”

উল্লেখ্য, ৪ বছরের চুক্তিভিত্তিক অগ্নিপথ নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। দেশের ১৩ টি রাজ্য পরিস্থিতি অগ্নিগর্ভ। এরমধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিহারে। সেখানে একাধিক ট্রেনে অগ্নি-সংযোগের পাশাপাশি রেলের ২০০ কোটি টাকার বেশি সম্পত্তি নষ্ট করা হয়েছে। যদিও এই পরিস্থিতির মাঝেই সোমবার স্থলসেনায় অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েচেহ সেনাবাহিনীর তরফে।


spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...