Saturday, November 15, 2025

এক বছরে নিকেশ ১১৪ জঙ্গি, উপত্যকায় সাফল্যের হিসেব দিল কাশ্মীর পুলিশ

Date:

Share post:

চলতি বছরে এখন পর্যন্ত সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয়েছে ১১৪ জনের। যার মধ্যে রয়েছে ৩২ জন বিদেশী জঙ্গি। সোমবার সাংবাদিক বৈঠক করে উপত্যকায় নিরাপত্তাবাহিনীর সাফল্যের খতিয়ান তুলে ধরলেন জম্মু ও কাশ্মীর(Jammu Kashmir) পুলিশের আইজিপি বিজয় কুমার(Vijay Kumar)। উপত্যকায় একের পর এক টার্গেট কিলিংয়ের(Target Killing) মাঝে নিরাপত্তাবাহিনীর(Indian Army) সাফল্যের এই খতিয়ান নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। পাশাপাশি এটাও জানানো হয়েছে, গত ১০ দিনে উপত্যকায় খতম হয়েছে আরও ২৪ জন জঙ্গি।

সাম্প্রতিক সময়ে একের পর এক টার্গেট কিলিংয়ের জেরে আতঙ্ক ছড়িয়েছে উপত্যকায়। ফিরে এসেছে নব্বইয়ের পুরনো স্মৃতি। প্রাণভয়ে ভূস্বর্গ ছাড়ছেন অমুসলিমরা। এই পরিস্থিতিতে পাক মদতপুষ্ট নিষিদ্ধ সংগঠনগুলির বিরুদ্ধে সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ যে কোমর বেধে ময়দানে নেমেছে এদিন আইজিপির রিপোর্ট সেই তথ্যই তুলে ধরল। তথ্য বলছে মাত্র এক বছরে সেনা অভিযানে জম্মু কাশ্মীরে ১১৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩২ জন বিদেশী জঙ্গি। আর এই গোটা হামলার পিছনে প্রত্যক্ষ মদত যোগাচ্ছে পাকিস্তান।

এপ্রিল মাস থেকেই পরপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরে। প্রথমে সরকারি অফিসে ঢুকে এক কাশ্মীরি পণ্ডিতকে খুন করেছিল জঙ্গিরা। সেই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কাশ্মীর। তারপর পুলিশকর্মী থেকে জনপ্রিয় অভিনেত্রী জঙ্গিদের গুলি প্রাণ কেড়েছে বহু নিরপরাধের। পর্যবেক্ষকদের অনুমান, এবার কাশ্মীরি পণ্ডিতদের শিক্ষাব্যবস্থায় হামলা চালানোর পরিকল্পনা করছে জঙ্গিরা। কাশ্মীরি পণ্ডিত শিশুরা যেন পড়াশোনা করতে না পারে, সেই কারণেই স্কুলে হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা। যদিও জঙ্গিদের যোগ্য জবাব দিতে বিন্দুমাত্র কার্পণ্য করছে না নিরাপত্তাবাহিনীও।


spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...