Saturday, January 3, 2026

স্টুডেন্ট ক্রেডিট কার্ড: একমাসে ৫০০ কোটি ঋণের লক্ষ্যমাত্রা, রাজ্যজুড়ে বিশেষ শিবির

Date:

Share post:

স্টুডেন্ট ক্রেডিট কার্ড(Student Cradit Card) প্রকল্পের সুবিধাকে আরও বেশি সংখ্যক পড়ুয়ার কাছে পৌঁছে দিতে উদ্যোগী হল রাজ্য সরকার(State Govt)। ছাত্র-ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতে সাহায্য করতে মঙ্গলবার সারা বাংলা জুড়ে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। এই বিশেষ শিবিরের নাম দেওয়া হয়েছে মবিলাইজেশন ক্যাম্প(Mobilisation Camp)।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১ মাসের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ৫০০ কোটি টাকা ঋণের লক্ষ্য মাত্রা নিয়েছে নবান্ন। আর এই লক্ষ্যপূরণে তৎপর আধিকারিকরা। নবান্নের তরফে জানা গিয়েছে, সব জেলার বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের প্রায় চার হাজার শাখায় এই শিবির আয়োজন করা হবে। এই সব শিবিরে গিয়ে ছাত্র-ছাত্রীরা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার আবেদন করতে পারবেন। প্রাথমিক অনুমোদন পাওয়ার পরেও এখনও প্রয়োজনীয় নথি জমা দিতে পারেননি এমন আবেদনকারীদেরও এই বিশেষ শিবির থেকে প্রয়োজনীয় সাহায্য করা হবে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় বৈঠক করেন। সেখানেই তিনি চলতি মাসের মধ্যে বিভিন্ন ব্যাংকের কাছে পড়ে থাকা আরও ৪৫ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বকেয়া আবেদনের দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন। প্রকল্পে গতি আনতে ব্যাংকের শাখায় বিশেষ শিবির আয়োজনের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের ভিত্তিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে রাজ্যের প্রায় ২৪ হাজারের বেশি ছাত্র-ছাত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে ঋণ পেয়েছেন। যার মূল্য ৬৫০ কোটি টাকার বেশি। পাশাপাশি প্রাথমিক ছাড়পত্র পেয়েছেন আরও প্রায় ১৯ হাজার আবেদনকারী।


spot_img

Related articles

কারচুপি ফাঁসে সফটওয়্যার-তোপ অভিষেকের: পিঠ বাঁচাতে জেলাশাসকদের FIR-নির্দেশ কমিশনের!

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় রাজ্য প্রশাসনের আধিকারিকদের কাঁধে বন্দুক রেখে সরকারি কর্মীদের মাঠে নামিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতে তৎপর নির্বাচন...

শনিবার আলিপুরদুয়ারে অভিষেক: কথা বলবেন ৬১ চা-বাগানের শ্রমিকদের সঙ্গে

নির্বাচনের পারদ যত চড়ছে, শীতের সকালে বিজেপি ও বিরোধীদের কপালে ঘাম ছুটিয়ে তত সুর চড়াচ্ছে বাংলার শাসকদল তৃণমূল...

প্রয়াত শতায়ু দানশীল চুনীলাল পাল

চলে গেলেন শতায়ু দানশীল মহাত্মা চুনীলাল পাল (Chunilal Paul)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৫ বছর। এক কথায় তিনি ছিলেন...

মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে ১১ জনের মৃত্যু: শাহর ‘সোনার বাংলা’কে কটাক্ষ অভিষেকের

বাংলায় শাসন করতে এলেই নাকি বাংলাকে ‘সোনার বাংলা’ করে তুলবে বিজেপি। অত্যন্ত বিকৃত উচ্চারণে দুদিন আগেই বাংলা এসে...