মল্লিকবাজারে বেসরকারি হাসপাতালের ৮তলার কার্নিশে রোগী, নামাতে তৎপর দমকল-হাসপাতাল কর্তৃপক্ষ

মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালের ৮তলার কার্নিশে রোগী (Patients)। হাসপাতাল সূত্রে খবর, গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন সুজিত অধিকারী (Sujit Adhikari) নামে ওই রোগী। শনিবার, সকালে হঠাৎ সবার নজরের আড়ালে তিনি আটতলার কার্নিশে উঠে যান। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে নামানোর চেষ্টা করে। খবর যায় দমকলে। পুলিশ ও দমকল তাঁকে উদ্ধারের চেষ্টা করছে। নিয়ে যাওয়া হয়েছে হাইড্রোলিক ল্যাডার।

আরও পড়ুন:Padma Bridge: স্বপ্ন হলো সত্যি, খরস্রোতা পদ্মার উপরে সেতু চালু হাসিনা সরকারের