Sunday, November 9, 2025

Mango Festival: আম কিনে আক্ষেপ! আম উৎসবে ঠকলেন স্বয়ং কৃষিমন্ত্রী

Date:

Share post:

নবাবী আম কিনে খোশ মেজাজে বাড়ি গিয়েছিলেন মন্ত্রীমশাই। মুর্শিদকুলি খাঁ (Murshid Quli Khan) যে আম মায়ানমার থেকে বাংলায় এনেছিলেন সেই আম কিনে বেজায় ঠকলেন রাজ্যের তিন মন্ত্রী (minister)। ২০০ টাকার আম উৎসব (Mango festival) প্রাঙ্গণে বিক্রি হল ৫০০ টাকা প্রতি পিস। বিধানসভায় সেকথা জানা মাত্রই মন ভাঙল কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay)। ঠকলেন রাজ্যের আরও দুই মন্ত্রী।

শুক্রবার বিধানসভার অধিবেশনের শেষ দিনে চূড়ান্ত আক্ষেপ শোনা গেল মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee) গলায়। রাজ্যের খাদ্য ও প্রক্রিয়াকরণ দফতর আয়োজিত আম উৎসবে গিয়ে মুর্শিদাবাদের বিখ্যাত কোহিতুর আম মনে ধরে মন্ত্রীর। দাম জিজ্ঞেস করে জানতে পারেন প্রতি পিস ৫০০ টাকা। আম কেনেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং দমকলমন্ত্রী সুজিত বসুও (Sujit Bose)। এটা ছিল গত বৃহস্পতিবারের ঘটনা। এরপর শুক্রবার এই নিয়ে বিধানসভায় কথা ওঠে। বিধানসভায় এমন অনেক কর্মী রয়েছেন যাঁরা মুর্শিদাবাদ বা মালদহের বাসিন্দা। এই কথা শুনে তাঁরা বলেন কোহিতুর আম আসলে নবাবের প্রিয় আম হিসেবেই মুর্শিদাবাদে পরিচিত। মুর্শিদাবাদেই সে আমের গাছ লাগিয়ে ফলন শুরু হয়। ওজনে তা বিক্রি হয় না। বিকোয় ‘পিস’ হিসাবে। এ বছর ৬০০ গ্রাম ওজনের এই আমের দাম উঠেছে ১৬০ থেকে ২০০ টাকা পিস। সেক্ষেত্রে মন্ত্রী কিনা কিনলেন ৫০০ টাকা পিস আম! বৃহস্পতিবার কড়কড়ে পাঁচশো টাকার নোটের বিনিময়ে কার্পাস তুলোয় মোড়া একটা আম বাক্সে পুরে বাড়ি নিয়ে গেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। যে আকার বা ওজনের আম মন্ত্রী কিনেছেন তা কম করে আড়াইশো গ্রাম। প্রতি কিলো বড়জোর ১৫০ টাকা দাম হতে পারে। হতাশ কৃষিমন্ত্রী, শোভনদেববাবুর কথায়, “কর্মীরা বললেন এই আমের এত দামই না। ঠকিয়ে দিয়েছে।”



spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...