Saturday, January 10, 2026

Babita Sarkar: অঙ্কিতার স্কুলেই ববিতার চাকরি! কী ভাবছেন ববিতা

Date:

Share post:

দীর্ঘ ৪ বছর ধরে নিজের অধিকারের জন্য লড়াই করেছেন ববিতা সরকার (Babita Sarkar)। শেষ হাসি তিনিই হাসলেন। যদিও শেষ নয় বরং নতুন শুরু, এমনটাই মনে করছেন ববিতা। মেধাতালিকায় ঠাঁই হওয়ার পরও ববিতা চাকরি করার সুযোগ পাননি। সেই জায়গায় প্রায় চার বছর ধরে শিক্ষকতা করেন অঙ্কিতা অধিকারী (Ankita Adhikari)। অবশেষে আদালত (Court) জানিয়েছে যে চাকরির প্রকৃত অধিকারী ববিতা সরকার। সেইমতো তাঁর নিয়োগ কি অঙ্কিতা অধিকারীর স্কুলেই? যদিও এই উত্তর এখনও স্পষ্ট নয়। তবে আদালতের ঘোষণার পরই মুখে হাসি, চোখে জল ববিতার।

শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) শুনানি চলাকালীন ববিতার প্রসঙ্গ তুলে জানতে চান, তাঁকে কেন এখনও নিয়োগ করা হল না? এসএসসি-র (SSC)আইনজীবী জানান, আদালতের নির্দেশ মতো বেআইনি নিয়োগের অভিযোগে অনেককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ববিতাকে এখনও চাকরি দেওয়া যায়নি। এর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তখন তাঁকে নিয়োগের সুপারিশ করা হবে। অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি অঙ্কিতার স্কুলেই চাকরি পাচ্ছেন ববিতা? হাইকোর্টের রায়ে বলা বয়েছে, অঙ্কিতার জায়গায় চাকরি দিতে হবে ববিতাকে। রায়ে স্কুলের নাম উল্লেখ করা না থাকলেও ববিতাকে যে কোচবিহারের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়েই (Indira Girls High School) নিয়োগ করা পারে, তা ধরে নেওয়া যায়। মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন অঙ্কিতা অধিকারী। এবার সেই স্কুলে তাঁর পদ পেতে পারেন ববিতা বলে মনে করা হচ্ছে। আদালত জানিয়েছে অঙ্কিতার বেতনের প্রথম কিস্তি অর্থাৎ প্রায় ৭ লক্ষ ৯৬ হাজার ৪৪২ টাকা এবং তার সঙ্গে ১০ দিনের সুদও ববিতা অধিকারীকে দিয়ে দিতে হবে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে জয় পেয়েছেন তিনি। অবশেষে নতুন শুরু!



spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...