Tuesday, August 26, 2025

 বন্যা পরিস্থিতিতে আরও প্রাণহানি অসমে, চাপে পড়ে এলাকা পরিদর্শন হিমন্ত বিশ্বশর্মার

Date:

Share post:

বিরোধীদের সমালোচনার চাপে শেষ পর্যন্ত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গেলেন। অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে গিয়েছিল। একদিকে বন্যা ও অন্যদিকে ভূমিধস। বিপর্যস্ত ছিল রাজ্য। মারা গিয়েছিলেন শতাধিক মানুষ। এসবের মাঝে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন্যা কবলিত বরাক উপত্যকা এলাকা পরিদর্শন করেন। তিনি শিলচরে জনগণের অভিযোগ শোনেন।যদিও এতদিন বাদে অসমের বন্যার জল কমতে শুরু করেছে। অসমের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী মরিগাঁও জেলায় ক্রমশ উন্নতি হচ্ছে।

হোজাই জেলা থেকে চারজনের মৃত্যুর খবর মিলেছিল। কামরুপে ২ জন এবং বারপেটা ও নলবাড়িতে তিনজন মারা গিয়েছিলেন। ৩২ টি জেলার ৪৯৪১ টি গ্রামে ৫৪.৭ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে জেলা প্রশাসনের মাধ্যমে মোট ৮৪৫টি ত্রাণ শিবির এবং ১০২৫টি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়।
চলতি সপ্তাহে চিরাং জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা কাজ শুরু করে বাজালি, বাকসা, বারপেটা, বিশ্বনাথ, বোঙ্গাইগাঁও, কাছাড়, চিরাং, দররাং, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, ডিমা-হাসাও, গোয়ালপাড়া, গোলাঘাট, হাইলাকান্দি। , হোজাই, কামরুপ, কামরুপ মেট্রোপলিটন, কার্বি আংলং পশ্চিম, করিমগঞ্জ, কোকরাঝাড়, লখিমপুর, মাজুলি, মরিগাঁও, নগাঁও, নলবাড়ি, শিবসাগর, সোনিতপুর, দক্ষিণ সালমারা, তামুলপুর, তিনসুকিয়া এবং উদালগুড়ি জেলা জলে ডুবে গিয়েহিল।

চলতি বছরের বন্যায় ৯৯,০২৬ হেক্টরের বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কপিলি, ডিসাং ও ব্রহ্মপুত্র নদের পানি বিভিন্ন স্থানে বিপদসীমার ওপর দিয়ে বইছিল। সেনাবাহিনীর পাশাপাশি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) এবং অসম পুলিশের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ত্রাণ ও উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে। চাপারমুখ রেলস্টেশনে আশ্রয় নেওয়া বন্যাকবলিত মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। তিনি মরিগাঁও জেলার নেল্লিতে জাতীয় সড়কের পাশে অস্থায়ী ত্রাণ শিবিরে বন্যা-দুর্গত পরিবারের সাথে দেখা করেন এবং তাদের সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।

spot_img

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...