Wednesday, November 12, 2025

বুধবারও মেডিক্যালের পরীক্ষায় গরহাজির ২৫০ পরীক্ষার্থীই, অনুপস্থিত দেখাতে চায় কলেজ কর্তৃপক্ষ

Date:

Share post:

পরপর দু’দিন কলেজ পড়ুয়ারা মেডিক্যালের পরীক্ষায় গরহাজির থাকলেন।আড়াইশো পরীক্ষার্থীর মধ্যে একজনও বুধবারও পরীক্ষা দেওয়ার জন্য কলেজে উপস্থিত হননি।পড়ুয়াদের এই গরহাজিরাকে মোটেই ভালভাবে নিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ। তাঁদের অনুপস্থিত দেখানোর বিষয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে। যদিও কলেজ কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

অধ্যাপক, চিকিৎসক ও সিনিয়র ছাত্ররা এই পরিস্থিতি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ। তাঁদের যুক্তি, দূরের জেলা থেকে প্রত্যেকদিন সকাল সাড়ে ন’টার মধ্যে কলেজে এসে আউটডোর করে প্রয়োজনে অস্ত্রোপচার করেন অনেক অধ্যাপক চিকিৎসক। কিন্তু কোভিডের দোহাই দিয়ে পরীক্ষা না দেওয়া কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
অধিকাংশ চিকিৎসক জানিয়েছেন, কোভিডের (COVI-19) ভয়ে পরীক্ষা দিতে না আসা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। একই মত পোষণ করেছেন কলেজ অধ্যক্ষ ডা: রঘুনাথ মিশ্র।তিনি জানিয়েছেন, পরীক্ষা না দিলে অনুপস্থিত হিসাবে নথিভুক্ত হবে এটাই নিয়ম। তবে কলেজ কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, এমবিবিএসের (MBBS Exam) দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের প্রথম দিনের পরীক্ষা ছিল সোমবার। ২৫০ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু একজনও পরীক্ষা দিতে আসেননি। মঙ্গলবার দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। পূর্বনিধারিত সূচি অনুযায়ী পরীক্ষার হলে পরিদর্শক প্রস্তুত ছিলেন। র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষারও ব্যবস্থা ছিল। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও একজন পড়ুয়াও উপস্থিত হননি।প্রত্যেক বছর নূন্যতম তিনটি সেমিস্টার পরীক্ষা দিতে হয়। তিনটি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পাস করলেই স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসার অনুমতি পাওয়া যায়।
কলেজের প্রবীণ অধ্যাপকদের বক্তব্য, কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন ঠিকই। তাঁদের জন্য আলাদা ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু কয়েকজন আক্রান্ত বলে গণহারে পরীক্ষায় অনুপস্থিত থাকার নেপথ্যে অবশ্যই অন্য কোনও কারণ আছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডা. সুদীপ্ত রায় জানিয়েছেন, প্রথম দিন কেউ আসেননি। আমরা ভেবেছিলাম দ্বিতীয় দিন আসবে। পড়ুয়ারা যা কিছুই করুন না কেন সবার আগে লেখাপড়া ও পরীক্ষা। তাই এমন ঘটনা অত্যন্ত অনভিপ্রেত।
সবমিলিয়ে যা পরিস্থিতি, কোভিডের দোহাই দিয়ে অফলাইনে পরীক্ষায় যারা বসলেন না, তাদের বিরুদ্ধে কলেজ কড়া ব্যবস্থা নিলে ভবিষ্যতে তারা সমস্যার সম্মুখীন হবেন।

spot_img

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...