ISL: আইএসএলের রোডম্যাপ তৈরির বৈঠকে গরহাজির ইস্টবেঙ্গল: সূত্র

সূত্রের খবর, আগামী ৬ অক্টোবর থেকে আইএসএল শুরু হতে পারে। অর্থাৎ দুর্গাপুজোর একাদশীতে বোধন হতে পারে ইন্ডিয়ান সুপার লিগের।

শুক্রবার ডাকা হয়েছিল আইএসএলের (ISL) রোডম্যাপ নির্ধারণ করার জন্য বৈঠক। আর সূত্রের খবর, এই বৈঠকেই গরহাজির ছিল ইস্টবেঙ্গল(East Bengal)। আর লাল-হলুদের এই বৈঠকে অনুপস্থিত থাকায় ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে সূত্রের খবর, আগামী ৬ অক্টোবর থেকে শুরু হতে পারে আইএসএল। অর্থাৎ দুর্গাপুজোর একাদশীতে বোধন হতে পারে ইন্ডিয়ান সুপার লিগের।

শুক্রবার ২০২২-২৩ মরশুমের আইএসএলের জন্য সব দলগুলিকে বৈঠকে ডাকা হয়েছিল। সেই বৈঠকে এটিকে মোহনবাগান-সহ লিগের ১০টি দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। কিন্তু সেই বৈঠকে ছিলেন না  ইস্টবেঙ্গল কর্তারা। কেন লাল-হলুদের কর্তারা বৈঠকে যাননি, যদিও সেটা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:Virat Kohli: ইংল‍্যান্ডের বিরুদ্ধে অনন্য নজির গড়া হল না কোহলির